হাওড়া, 1 মে : গত বৃস্পতিবার শেষ হয়েছে রাজ্য বিধানসভার 8 দফার নির্বাচন ৷ চতুর্থ দফা বাদে মোটের উপরে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ পর্ব মিটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ এখন রাজ্যের সব রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের একটাই অপেক্ষা ৷ ইভিএম খুললে কার পক্ষে যাবে বাংলার রায় ৷ কার হাতে থাকবে আগামী 5 বছরের জন্য রাজ্যের শাসনভার । আজ রাত পোহালেই সেই অপেক্ষার শেষ হয়ে শুরু হবে গণনা । জানা যাবে কার দখলে থাকবে বাংলা ৷ তার আগে কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে হাওড়ার বিভিন্ন ভোট গণনা কেন্দ্রগুলি । কোভিডবিধি মেনে সমস্ত ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রগুলিতে । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সিসিটিভির মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে গণনা কেন্দ্রে ৷ কড়া নিরাপত্তা রয়েছে স্ট্রং রুমের বাইরেও।
হাওড়া সদরের সাতটি গণনা কেন্দ্রে ন’টি বিধানসভা এবং গ্রামীণ হাওড়ার চারটি গণনা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে ৷
গণনা কেন্দ্র- বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির (বিএড কলেজ)
বিধানসভা কেন্দ্র-বালি ও উত্তর হাওড়া
গণনা কেন্দ্র- সেন্ট থমাস চার্চ স্কুল (হাওড়া ময়দান)
বিধানসভা কেন্দ্র- মধ্য হাওড়া
গণনা কেন্দ্র- শিবপুর আই আই ই এস টি
বিধানসভা কেন্দ্র- শিবপুর ও দক্ষিণ হাওড়া
গণনা কেন্দ্র- সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ (সাঁকরাইল)
বিধানসভা কেন্দ্র- সাঁকরাইল
গণনা কেন্দ্র- নয়াচক যদুনাথ হাই স্কুল
বিধানসভা কেন্দ্র- পাঁচলা