পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালিতে নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ - howrah

আজ সকালে বালি এলাকার এক মন্দিরের পাশে নর্দমার মধ্যে ভাসতে দেখা যায় মৃত ভ্রূণটিকে । নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা খবর দেন বালি থানায় ।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 30, 2019, 2:16 PM IST

বালি, 30 এপ্রিল : নর্দমা থেকে উদ্ধার মৃত ভ্রূণ । ঘটনাটি হাওড়া শহরের বালি এলাকার ।

আজ সকালে সতীশ চক্রবর্তী লেনের শীতলা মন্দিরের পাশে নর্দমার মধ্যে ভাসতে দেখা যায় ভ্রূণটিকে । ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের । তারাই খবর দেয় বালি থানায় । পুলিশ ঘটনাস্থানে এসে ভ্রূণটিকে উদ্ধার করে নিয়ে যায় । পরীক্ষার জন্য সেটিকে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।

কে বা কারা ভ্রূণটিকে নর্দমায় ফেলে গেল তা জানতে শুরু হয়েছে তদন্ত । এলাকার CCTV ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details