হাওড়া, 3 মে : ভোটের ফল প্রকাশ হতেই হাওড়া ডোমজুড়ে বিজেপি কর্মীদের বাড়ি ও দোকানে হামলা এবং ভাঙচুর চালানোর অভিযোগ । রবিবার রাত থেকে হামলা ঘটনা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি । আজ জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরার বাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ । তিনি তৃণমূলে থাকলেও গোবিন্দ হাজরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন বলে জানা গিয়েছে । নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছিলেন বলে তৃণমূলের তরফে অভিযোগ উঠেছিল ।
রবিবার ফল প্রকাশ হতেই বেশ কয়েক জন তৃণমূল কর্মী লাঠি ও রড নিয়ে গোবিন্দ হাজরার তৈরির একটি বহুতলে ঢুকে জানালা, দরজা, আসবাবপত্র সহ বহু দামী জিনিসপত্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ । এই ঘটনার পরেই গোবিন্দ হাজরা আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে যান । অন্যদিকে, সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি পণ্ডিতের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ দুপুরে তাঁর বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । ডোমজুড় বিধানসভা এলাকায় ভোটের ফল প্রকাশ হওয়ার পর তৃণমূল কর্মীরা জগদীশপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷ এ নিয়ে বিজেপি হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা তাঁদের কর্মীদের মারধরের অভিযোগ করেছেন ।