পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রং দেওয়ার প্রতিবাদ, মাথায় আঘাত করে খুন যুবককে - চিকিৎসক

দোলের দিন একদল যুবকের কটূক্তি ও রং দেওয়ার প্রতিবাদ করায় বচসা শুরু হয় ৷ বচসা থামাতে গেলে উলুবেড়িয়ার বানিতলার বাসিন্দা অমিত সর্দারকে পিছন থেকে কোনও ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে পুলিশ ৷

Amit Sardar
অমিত সর্দার

By

Published : Mar 10, 2020, 1:02 PM IST

Updated : Mar 10, 2020, 2:37 PM IST

উলুবেড়িয়া, 10 মার্চ: গায়ে রং দেওয়াকে কেন্দ্র করে বচসার জের ৷ অমিত সর্দার (35) নামে এক যুবককে খুন করার অভিযোগ উঠল উলুবেড়িয়ায় ৷

মৃত অমিত সর্দারের বাড়ি উলুবেড়িয়া থানার বাণীতলায় ৷ দোল উপলক্ষে সোমবার দুপুরে অমিত বন্ধুদের সঙ্গে মহিষরেখা দামোদরের পারে পিকনিক করতে গিয়েছিলেন ৷ বিকেলে ফেরার সময় মালঞ্চবেরিয়ার কাছে কয়েকজন যুবক তাদের লক্ষ্য করে কটূক্তি করে ও গায়ে রং ছোড়ে ৷

উলুবেড়িয়া হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে অমিতের দেহ ৷

এরপর দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ অমিত বচসা থামাতে গেলে সেসময় এক যুবক পিছন থেকে তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে অমিত ৷ তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ এখনও অবধি কাউকে গ্রেপ্তার করা না গেলেও এই ঘটনায় কে কে জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

Last Updated : Mar 10, 2020, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details