উলুবেড়িয়া, ১৮ মার্চ : লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে কয়েকদিন আগে। ভোটের প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় উলুবেড়িতে ধাক্কা খেল তৃণমূল। প্রায় আড়াইশো কর্মী সমর্থক গতকাল কংগ্রেস, CPI(M), তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন। রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
উলুবেড়িয়ায় অন্যান্য দল থেকে BJP-তে ২৫০ জন - tmc
প্রায় আড়াইশো কর্মী সমর্থক গতকাল কংগ্রেস, CPI(M), তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন। রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
গতকাল গ্রামীণ হাওড়ার পাঁচলায় BJP-র যুব মোর্চার উদ্যোগে "বিজয় লক্ষ্য ২০১৯" সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, "তৃণমূলকে হারানোই BJP-র মূল লক্ষ্য। মানুষ যাতে নির্বিঘ্নে নিজের ভোট নিজেই দিতে পারেন, তার জন্য BJP-র যুব মোর্চা বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে চলা তৃণমূলের লাগাম ছাড়া সন্ত্রাসের প্রতিরোধ করবে BJP-র যুব মোর্চা। এই যোগদানের মাধ্যমে গ্রামীণ হাওড়ার প্রতিটি বুথে যুব সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে।"
অন্যদিকে যুব মোর্চার তরফে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার, রাজ্য প্রদেশ সম্পাদক শ্যামাপদ মণ্ডল, যুব মোর্চার রাষ্ট্রীয় সম্পাদক সৌরভ শিকদার ও যুব মোর্চার হাওড়া গ্রামীণ জেলার সভাপতি সুরজিৎ মণ্ডল প্রমুখ।