হাওড়া, 15 সেপ্টেম্বর: নবান্ন অভিযানের দিন জনতা-পুলিশ সংঘর্ষে আহত হন কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায় ৷ বুধবার তাঁকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "কাল পুলিশ অত্যন্ত ধৈর্যের কাজ করেছে (Abhishek Talks Tough) ৷ আমি যদি পুলিশের জায়গায় থাকতাম, তাহলে আমি এখানে (কপালে) শ্যুট করতাম" ৷ এই গেরুয়া শিবিরের নবান্ন অভিযানের পর তৃণমূল সাংসদের এই মন্তব্য ঘিরে আরও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ বৃহস্পতিবার এ নিয়ে সাংসদকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (BJP MLA Agnimitra Paul asks over right of Abhishek Banerjee in TMC Government) ৷
নবান্ন অভিযানের দিনে গ্রেফতার হওয়া কর্মীদের আইনি পদ্ধতির তদারকি করতে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া কর্মী-সমর্থকদের আজ দেখতে আসেন বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও অন্য নেতা-কর্মীরা ৷ হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার ছবি পোস্ট করে তিনি লেখেন, "মাননীয় সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কর্মীরা আহত কর্মীদের দেখতে এসেছি ৷ নবান্ন অভিযানের দিন পুলিশ তাঁদের মারধর করে ৷ তাঁরা এখন শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৷ এত অত্যাচারের পরেও মুখ্যমন্ত্রী এবং সুপার সিএম মনে করছে, পুলিশের গুলি চালিয়ে উত্তর দেওয়া উচিত ছিল ৷"
আরও পড়ুন: আমি পুলিশ হলে 'কপালে' গুলি চালাতাম, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিষেক
অগ্নিমিত্রা বলেন, "অত্যন্ত ন্যক্কারজনক কথা ৷ অভিষেক বন্দোপাধ্যায় কে ? আমাদের সরকারের কোন পদে রয়েছেন তিনি ?" তিনি আরও বলেন, "আমি ওনাকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়কে) প্রশ্ন করছি ৷ তিনি কি সুপার সিএম ? সুপার পুলিশ মন্ত্রী ?"