হাওড়া, 23 নভেম্বর : একই রুটের দু'টি বাসের রেষারেষিতে হাওড়া ব্রিজে দুর্ঘটনা ঘটল । দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ মনোজ কুমার জৈন নামের এই ব্যক্তি গুরুতর আহত হন দুর্ঘটনায় ৷ তিনি হুগলির হিন্দমোটরের বাসিন্দা ৷ এছাড়াও বাসের চালক সহ 5 জন গুরুতর জখম হয়েছেন দুর্ঘটনায় । দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে আধ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে । পুলিশ গিয়ে বাস দু'টিকে সরানোর ব্যবস্থা করলে যান চলাচল স্বাভাবিক হয় ।
দুই বাসের রেষারেষির জেরে হাওড়া ব্রিজে দুর্ঘটনা, মৃত 1
দাশনগর- ধর্মতলা রুট (73) -এর দু'টি বাসের রেষারেষির জেরে হাওড়া ব্রিজে দুর্ঘটনা । আহত একটি বাসের চালক সহ 5 জন ।
আজ দুপুর 3টে 25 মিনিটে টিকিয়াপাড়া থেকে দাশনগর- ধর্মতলা রুট (73) -এর দু'টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনাটি ঘটে । দু'টি বাসই হাওড়া থেকে ধর্মতলার দিকে আসছিল । যাত্রীরা জানিয়েছেন, বাস দু'টি একই রুটের হওয়ায় দাশনগর থেকে ছাড়ার পরই যাত্রী তোলা নিয়ে তাদের মধ্যে রেষারেষি শুরু হয় । টিকিয়াপাড়ার কাছে এসে একটি বাস অন্যটিকে ধাক্কা মারে । পরে হাওড়া ব্রিজের কাছে এসে ফের পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিতে ধাক্কা মারে । দুমড়ে মুচড়ে যায় পেছনের বাসটির সামনের অংশ । পা ভাঙে একযাত্রীর । পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা থেকে বাস নিয়ে চম্পট দেয় সামনের বাসটির চালক । পেছনের বাসটির চালক কেবিনেই আটকে ছিল ।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় নর্থ পোর্ট থানার পুলিশ । তারা এসে চালককে রক্তাক্ত অবস্থায় কেবিন থেকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে যানচলাচল আধ ঘণ্টার জন্য ব্যাহত হয় ।