হাওড়া, 2 মে : লকডাউনের জেরে রাজস্থানের কোটায় আটকে থাকা হাওড়ার 93 জন পড়ুয়া ফিরল জেলায় । রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি ফেরে তারা । গতকাল হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনালে 5টি বাসে এসে পৌঁছায় তারা।
কোটা থেকে হাওড়ায় ফিরল 93 পড়ুয়া - রাজস্থান
রাজস্থানের কোটা থেকে আটকে পড়া পড়ুয়াদের নিয়ে ফেরে মোট 5 টি বাস। ছিল হাওড়ার 93 জন পড়ুয়া।
রাজস্থানের কোটায় পড়াশোনার জন্য গেছিল রাজ্যের 2368 জন পড়ুয়া। লকডাউনে আটকে পড়ে তারা । রাজ্য সরকারের কাছে ওই পড়ুয়া এবং অভিভাবকরা একাধিকবার তাদের ফেরানোর অনুরোধ করে । এরপরই নবান্নর পক্ষ থেকে পড়ুয়াদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। সরকারি বাসে করে কোটা থেকে ফিরিয়ে আনা হয় সব পড়ুয়াকে । গতকাল রাতে হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনালে এসে পৌঁছায় 5 টি বাস। তাতে ফিরে আসে হাওড়ার 93 জন পডুয়া। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য-পরীক্ষা সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় ।
প্রশাসন সূত্রে খবর, দীর্ঘমেয়াদী এই লকডাউনের ফলে অসুবিধায় পড়েছিল পড়ুয়ারা । পরে বাড়ি ফিরতে পেরে তারা ধন্যবাদ জানায় রাজ্য সরকারকে ।