ডোমজুড়, 24 জুন :মার্চের পর জুন ৷ পরপর দু'দিনে ফের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে বাংলাদেশি জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ (3 Suspected Bangladeshi Militants Arrested from Domjur)৷ চারমাসের মধ্যে দু'বার জঙ্গি সন্দেহে গ্রেফতারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ধৃতদের নাম মহম্মদ সুমন এবং মহম্মদ মনির ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট ।
সূত্র মারফত খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে । বুধবার গ্রেফতার হওয়া দু'জনকে জিজ্ঞাসাবাদ করে এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ । মাসখানেক আগে রিপন নামে এক দালালের মাধ্যমে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে ধৃত সুমন ও মনির । এরপর নয়াবাজ এলাকায় মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করে তারা । সূত্র মারফত খবর পেয়ে বুধবার তাদের গ্রেফতার করে পুলিশ । বুধবার ধৃত দুজনকে জেরা করে রিপন হাওলাদার নামে আরেকজনের সন্ধান পায় । এরপর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ । ধৃত রিপন হাওলাদারের বাবার নাম মোশারফ হাওলাদার ৷ সে পিরিজপুর বাংলাদেশের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর ।
আরও পড়ুন :KLO Terrorist Arrested : ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার কেএলও জঙ্গি