পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থী হিসেবে রবীন্দ্রনাথকে অপছন্দ, সিঙ্গুরে বিক্ষোভের পর বিজেপি কর্মীদের গণইস্তফা

প্রার্থী পছন্দ নয় । ক্ষুদ্ধ বিজেপি কর্মীরা দলই ছেড়ে দিলেন । একসাথে কয়েকশো কর্মীর এই গণইস্তফা কি প্রভাব ফেলবে আসন্ন নির্বাচনে ?

প্রার্থী পছন্দ না হওয়ায় সিঙ্গুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ বিজেপি কর্মীদের
প্রার্থী পছন্দ না হওয়ায় সিঙ্গুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ বিজেপি কর্মীদের

By

Published : Mar 14, 2021, 11:13 PM IST

সিঙ্গুর, 14 মার্চ : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করা হয় । প্রার্থী পছন্দ না হওয়ায় সিঙ্গুরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ ।

প্রসঙ্গত , আসন্ন বিধানসভা নির্বাচনে দল টিকিট না দেওয়ায় সদ্য বিজেপিতে যোগ দেন প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য । এদিন তাকেই সিঙ্গুর বিধানসভায় প্রার্থী হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব । তাতেই বেজায় চটেছেন সিঙ্গুরের বিজেপি কর্মীদের একাংশ । তারা বিজেপি নেতৃত্বের কাছে অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানান । দ্রুত রবীন্দ্রনাথবাবুকে প্রার্থীপদ থেকে না সরালে তারা দল থেকে ইস্তফা দেবেন বলেও হুমকি দেন । এমনকি তারা নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে প্রস্তুত বলেও জানিয়েছেন ।

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন , কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বিবেচনা করেই প্রার্থী ঘোষণা করা হয়েছে । যা আর কোনো ভাবেই পরিবর্তনযোগ্য নয় ।

আরও পড়ুন : পদ্মবন ছাড়ার ইচ্ছেপ্রকাশ করে চিঠি শোভন-বৈশাখীর

এরপরেই সিঙ্গুর বিধানসভায় গণ ইস্তফা দিলেন রাজ্য জেলা নেতৃত্ব সহ কয়েকশো বিজেপি কার্যকর্তা ।

প্রার্থী পছন্দ না হওয়ায় সিঙ্গুরে বিজেপি কর্মীদের

এদিন সিঙ্গুরে বিজেপির প্রার্থী ঘোষণার পরই অপূর্বপুরে বিজেপির একটি কর্মী সভা পণ্ড হয়ে যায় । সেখানে এসেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিসওয়াস সারেঙ্গা । তাঁকে সিঙ্গুরের আদিত্য লজে রাত 9টা পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ দেখায় বিক্ষুদ্ধ বিজেপি কর্মীরা । তাদের দাবি অবিলম্বে সিঙ্গুরের প্রার্থী পরিবর্তন করতে হবে । নাহলে তারা গণইস্তফা দেবে । সেই সঙ্গে দলের হয়ে কেউ কোন কাজ করবে না । এ বিষয়ে মন্ত্রী অবশ্য পরিষ্কারভাবে জানিয়ে দেন এটা দলের সিদ্ধান্ত দল যা চিন্তাভাবনা করবে তাই হবে । পরে তাকে সিঙ্গুর থানার পুলিশের সহায়তায় লজের তালা খুলে বার করা হয় । তবে আগামী দিনে সিঙ্গুর বিধান সভায় প্রার্থী নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ মেটাতে পারবে কিনা সময়ের অপেক্ষা । আপাতত সিঙ্গুরের 277 টা বুথে যুব মোর্চা , মন্ডল সভাপতি ,শক্তি কেন্দ্রের প্রমুখ ও পঞ্চায়েত সদস্য সহ প্রায় 500 জন কার্যকর্তারা দল থেকে ইস্তফা দেওয়া জন্য স্বাক্ষর করেন ।

হুগলি জেলা সাংগঠনিক সহ সভাপতি সঞ্জয় পান্ডে বলেন, আমরা রবীন্দ্রনাথবাবুকে প্রার্থী হিসেবে মানব না । দলকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে । তাই আমাদের সিঙ্গুরের যত বিজেপির কার্যকর্তা আছে তারা সকলে ইস্তফা দিচ্ছে । আগামী দিনে আমরা বিজেপি দলের হয়ে কোন কাজ করব না ।

বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন , " দল প্রার্থী করেছে তাই দলই সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে " ।

ABOUT THE AUTHOR

...view details