পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোঘাটে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, গ্রেপ্তার 9 BJP কর্মী - loksabha poll

আরামবাগ জেলার BJP সভাপতির নেতৃত্বে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের । সভাপতির বাড়িতে তৃণমূল হামলা করেছে বলে পালটা অভিযোগ করল BJP ।

তৃণমূল কার্যালয়ে ভাঙচুর

By

Published : May 4, 2019, 2:18 AM IST

Updated : May 4, 2019, 3:15 AM IST

গোঘাট, 4 মে : তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালাল কয়েকজন দুষ্কৃতী । পাশাপাশি তৃণমূলের বেশ কয়েকজন কর্মী-সমর্থককে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ । ঘটনাটি হুগলির গোঘাটের তেলিগ্রাম এলাকার ।

তৃণমূলের অভিযোগ BJP বহিরাগতদের নিয়ে এসে এই হামলা চালায় । দলীয় কার্যালয়ে ভাঙচুরসহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় গোঘাট থানার পুলিশ । সেখান থেকে ন'জন হামলাকারীকে গ্রেপ্তার করে । বেশ কয়েকটি বাইক ও চার চাকার গাড়িও আটক করে পুলিশ । ঘটনাস্থান থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ।

তৃণমূল কর্মী সঞ্জিত ঘোষ বলেন, "আরামবাগ জেলার BJP সভাপতি বিমান ঘোষের নেতৃত্ব কয়েকজন দুষ্কৃতী আমাদের পার্টি অফিসে এসে ঝামেলা করে । বোমা, পিস্তল নিয়ে এসে পার্টি অফিসে ভাঙচুর চালায় । স্থানীয়দের বাড়িতে গিয়ে অশান্তি করে । বিমান ঘোষ নিজের হাতে দু'রাউন্ড গুলি চালিয়েছেন । এমন কী, স্থানীয় তৃণমূল নেতা শ্রাবণী পণ্ডিতসহ তৃণমূল কর্মীদের বাড়িতেও হামলা চালায় তারা ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন আরামবাগ লোকসভার BJP প্রার্থী তপন রায় । তিনি বলেন, "পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে । বিমান ঘোষের বাড়িতে বৈঠক চলছিল । সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আক্রমণ করে । পুলিশ প্রশাসন সেখানে গিয়েও কিছু করেনি । উলটে আমাদের কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছে । BJP-কে পিছনে ফেলার জন্য আর BJP-র ভোট পণ্ড করার জন্যই ওরা এসব করেছে ।"

Last Updated : May 4, 2019, 3:15 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details