তারকেশ্বর, 27 মার্চ : লকডাউনের জেরে খেতে পাচ্ছে না রাস্তায় থাকা সারমেয়রা ৷ তাই তাদের মুখে খাবার তুলে দিতে পথে নামলেন দুই বান্ধবী ৷ নিজেদের জমানো টাকা দিয়ে সারমেয়দের জন্য খাবারের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছেন তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার দুই যুবতি ৷
সারমেয়দের মুখে খাবার তুলে দিতে রাস্তায় তারকেশ্বরের দুই বান্ধবী
যতদিন লকডাউন চলবে, ততদিন তারকেশ্বরের পথ সারমেয়দের খাবারের জোগান দিয়ে যাবেন ৷ এই প্রতিজ্ঞা নিয়েই রাস্তায় নামলেন দুই বান্ধবী ৷ অন্যদেরও অনুরোধ করলেন, বাড়ির বেঁচে যাওয়া খাবার তাদের দিয়ে দিতে ৷
আজ তারকেশ্বরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সারমেয়দের মুখে খাবার তুলে দেন তাঁরা ৷ জানান, যতদিন লকডাউন থাকবে, ততদিন তারকেশ্বেরের সারমেয়দের জন্য খাবারের ব্যবস্থা করবেন ৷
দুই বান্ধবীর মধ্যে একজন কাকলি দুলুই বলেন, "এই লকডাউনের সময় ওরা নিজেদের খাবার যোগাড় করতে পারছে না ৷ কারণ, সমস্ত খাবারের দোকান বন্ধ ৷ 21দিন না খেতে পেলে ওরা মানুষের উপর আক্রমণ করবে ৷ তাই নিজেদের খরচায় ওদের বাঁচাতে সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছি ৷ যতদিন লকডাউন চলবে, ততদিন ওদের খাবার দিয়ে যাব ৷ সকলের কাছে অনুরোধ করব, অন্তত এই ক'টা দিন বাড়িতে বেঁচে যাওয়া খাবার ওদের দিক ৷"