পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Boat Capsize in Polba : পোলবায় নৌকা বিহারে গিয়ে ডুবে মৃত 2, আহত 2

মাছ ধরার পর নৌকা বিহার করছিলেন চার বন্ধু ৷ হঠাৎই নৌকা উল্টে গেলে মৃত্যু হয় দু'জনের ৷ এর মধ্যে একজনের দেহ এখনও পাওয়া যায়নি ৷ ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায় (Boat Capsize News) ৷

Polba News
পোলবার সুদর্শন নদীতে চলছে উদ্ধার কাজ

By

Published : Jan 28, 2022, 8:03 AM IST

পোলবা, 28 জানুয়ারি : নৌকা বিহার করতে গিয়ে দিঘিতে ডুবে মৃত্যু হল দু'জনের ৷ আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরও দু'জন ৷ ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায় (Polba boat Drowning) মৃত দু'জন হলেন দেবানন্দপুর কাজিডাঙার বাসিন্দা শুভময় চক্রবর্তী (32) ও আশিস দাস (30) । এদের মধ্যে শুভময়ের দেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ আশিস দাস ৷

বৃহস্পতিবার সকালে শুভময় চক্রবর্তী, আশিস দাস, কমল পাল ও সমীর পাল একসঙ্গে মাছ ধরতে যান পোলবার সুদর্শন দিঘিতে । পরে বিকালে নৌকা বিহার করার সময় তাঁদের ডিঙি নৌকা হঠাৎ উল্টে যায় । কমল ও সমীরকে স্থানীয়রা উদ্ধার করলেও ডুবে যান শুভময় ও আশিস ৷

এর মধ্যে শুভময়ের মৃতদেহ উদ্ধার করা গেলেও আশিস দাসের দেহ এখনও পাওয়া যায়নি । খবর পেয়ে সন্ধ্যাবেলায় ঘটনাস্থলে পৌঁছয় পোলবা থানার পুলিশ ৷ এরপর দিঘিতে আলো লাগিয়ে নৌকা দিয়ে তল্লাশি চালানো হয় । এদিকে কাজিডাঙা থেকে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও যুবকদের পরিবারের লোকজন খবর পেয়ে সুদর্শনে এসে পৌঁছয় ।

পোলবার সুদর্শন দিঘিতে চলছে উদ্ধার কাজ
এই বিষয়ে দেবানন্দপুর পঞ্চায়েতের এক সদস্য পীযূষ ধর বলেন, "আমার এলাকার চার যুবক মাছ ধরতে আসে । তাঁরা নৌকা নিয়ে সুদর্শন দিঘির মাঝখানে যায় । এরপর নৌকা উল্টে গেলে ডুবে মৃত্যু হয় দু'জনের ৷ এর মধ্য়ে একজনকে উদ্ধার করলেও অপর একজন জলে তলিয়ে গিয়েছে ৷ তাঁর ব্যাগ ও জুতো পাওয়া গিয়েছে । স্থানীয় মানুষ ও পুলিশ জাল দিয়ে মৃতদেহ তোলার চেষ্টা করছে । খুবই দুঃখজনক ঘটনা ।"

আরও পড়ুন :Student died after receiving vaccine : ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ, চুঁচুড়ায় ছাত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ABOUT THE AUTHOR

...view details