পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Two Drowned in Ganga : শেওড়াফুলিতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই পরিযায়ী শ্রমিক

স্নানে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন দুই পরিযায়ী শ্রমিক (Two migrant workers drowned in Ganga) ৷ তাঁরা রাজস্থানের খাটুরের বাসিন্দা । ঘটনাটি শেওড়াফুলির ছাতুগঞ্জের ঘাটের ।

Hooghly News
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই পরিযায়ী শ্রমিক

By

Published : Apr 28, 2022, 11:31 AM IST

শেওড়াফুলি, 28 এপ্রিল :গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই পরিযায়ী শ্রমিক (Two migrant workers drowned in Ganga)। ঘটনাটি শেওড়াফুলির ছাতুগঞ্জের ঘাটের । তলিয়ে যাওয়া যুবকদের নাম প্রদীপ সিং (25) রেখা রাম (26) ৷

জানা গিয়েছে, বুধবার দুপুরে লখিন্দর সিং, প্রদীপ সিং ও রেখা রাম নামে তিন যুবক গঙ্গায় স্নান করতে নামেন । এরপরই প্রদীপের পা পিছলে যায় ৷ তাঁকে বাঁচাতে যান লখিন্দর ৷ যান রেখাও ৷ তাঁদের ডুবতে যেতে দেখে এক তরুণী ওড়না ছুড়ে দেন ৷ কোনরকমে ওড়না ধরে লখিন্দর প্রাণে বাঁচলেও বাকিরা তলিয়ে যান ৷ তাঁরা তিনজনই রাজস্থানের খাটুরের বাসিন্দা । তাঁরা শ্রীরামপুর রাজ্যধরপুরে একটি কারখানার শ্রমিকের কাজের জন্য হুগলিতে এসেছিলেন । তবে দু-একজন ছাড়া আর কেউ ছিল না ঘাটে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ লঞ্চ দিয়ে তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ।

ছাতুগঞ্জের ঘাটে তলিয়ে যাওয়া দুই শ্রমিকের বাড়ি রাজস্থানের খাটুরে

আরও পড়ুন :Teenager Death Controversy : মৃত ঘোষণার পরও জলে ডোবা কিশোর ‘বেঁচে’, অবশেষে মৃত্যু

নাসিমা খাতুন নামে ওই তরুণী বলেন, "চারজন তখন স্নান করছিলাম । সে সময় তিন যুবক জলে নামে । হঠাৎ করেই তিনজন ডুবে যেতে যেতে হাত তুলে বাঁচাও বাঁচাও করতে থাকেন । তখন আমার ওড়নাটা আমার এক বন্ধুকে দিয়ে দিই ৷ সে ওড়না ছুড়ে দিতে একজন তা ধরে উঠে আসেন । ওঁদের বাঁচানোর মতো সে সময় ঘাটের আশেপাশে আর কেউ ছিল না । আমি ডাকাডাকিও করি কিন্তু কেউ আসেনি ।"

লখিন্দর বলেন, "সবাই স্নান করতে নেমেছিলাম । পা পিছলে যায় প্রদীপের ৷ ওকে বাঁচাতে গিয়েই ডুবে যাই । একজন ওড়না ধরে প্রাণে বেঁচেছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details