চণ্ডীতলা, 22জুলাই :21জুলাই শহিদ দিবসে তৃণমূলের তরফেপ্রতিটি ব্লকে আয়োজন করা হয়েছিল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান ৷ এবার সেইঅনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল৷ পতাকা কে উত্তোলন করবেন, যুব সভাপতিনাকি বিধায়ক সেই নিয়ে শুরু হয় বচসা ৷
21 জুলাই পতাকা উত্তোলনকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল
অভিযোগ, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার পতাকা উত্তোলন করতে গেলে বাধা দেয় তৃণমূলের একাংশ নেতারা । তখনই বিধায়কের সঙ্গে বাধে ধাক্কাধাক্কি । মধ্যস্থতা করেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
হুগলিরচণ্ডীতলার গরল গাছা এলাকায় গতকাল দলের তরফে শহিদ দিবস পালনে একটি অনুষ্ঠানের আয়োজনকরা হয় ৷ সেই অনুষ্ঠানেই দলীয় পতাকা উত্তোলন নিয়ে বাধে বচসা ৷ অভিযোগ ওই এলাকারবিধায়ক স্বাতী খন্দকার পতাকা উত্তোলন করতে গেলে বাধা দেয় তৃণমূলেরই একাংশ নেতারা ।তখনিই বিধায়কের সঙ্গে বাধে ধাক্কাধাক্কি । এই ঘটনার প্রতিবাদে সরব হন বিধায়কস্বাতী খন্দকার ও তাঁর ছেলে অনিক খন্দকার । অনিক খন্দকারের বলেন,এই তৃণমূল দলের জন্যই শহিদ হয়েছিলেনবাবা । আর আজ আমাদের অপমান সহ্য করতে হচ্ছে । অবশেষে ঘটনাস্থানে এসে মধ্যস্থতাকরেন তৃণমূল নেতা তথা দলের ডেপুটি অবজ়ারভার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
এইদিনই শহিদ দিবসের মঞ্চ থেকে দলের কর্মীদের এক সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । আর সেই বার্তা দেওয়ার কিছুটা সময় যেতে না যেতেই এই ঘটনা ৷ ইতিমধ্যেই এই ঘটনাকে নিয়ে সমালোচনা শুরু করেছে বিরোধীরা ৷