হুগলি, 4 অগাস্ট: রাতের অন্ধকারে সিধু কানহোর মূর্তির একাংশ ভেঙে পালাল দুষ্কৃতীরা ৷ এর প্রতিবাদে মঙ্গলবার সকালে হুগলির পাণ্ডুয়ার দেশবন্ধুর কাছের জিটি রোড অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ৷ দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন অবরোধকারীরা ৷
জানা গেছে, সোমবার রাতে পাণ্ডুয়ার দেশবন্ধু এলাকায় সিধু কানহোর মূর্তির হাতের অস্ত্র ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷ মূর্তি ভাঙার পর নোংরা গামছা ও কাপড় চাপা দিয়ে পালিয়ে যায় তারা ৷ সকালে গামছা চাপা মূর্তি দেখে সন্দেহ হয় এলাকার মানুষের ৷ সরিয়ে দেখতেই তাঁরা বুঝতে পারেন কেউ বা কারা মূর্তি ভাঙার চেষ্টা করেছে ৷ মূর্তির হাতের অস্ত্র ভেঙে দেওয়া হয়েছে ৷ খবর পেয়ে এলাকার আদিবাসীরা জিটি রোড অবরোধ করেন ৷ এর জেরে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷ ঘটনাস্থানে পৌঁছেছে পাণ্ডুয়া থানার পুলিশ ৷ দোষীদের অবিলম্বে শাস্তি না দিলে অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা ৷