চণ্ডীতলা, 24 মে:বুধবার প্রকাশিত হয়েছে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ৷ এবারের মেধা তালিকায় রাজ্যের অন্যান্য প্রান্তের কৃতীদের সঙ্গে জায়গা করে নিয়েছে হুগলির চণ্ডীতলার জনাই ট্রেনিং হাইস্কুলের স্মরণ্যা ঘোষ ৷ 490 নম্বর পেয়ে সপ্তম হয়েছেন স্মরণ্যা ৷ তবে বাকি কৃতী পড়ুয়াদের সঙ্গে কিছুটা ফারাক রয়েছে এই পড়ুয়ার ৷ সেই ফারাক তাঁর লড়াইয়ের, তাঁর যাপনের ৷ কারণ আর পাঁচজন পরীক্ষার্থী যখন পরীক্ষার আগে পড়েছেন তাঁদের ফল ভালো করতে ৷ স্মরণ্যাকে তখন লড়তে হয়েছে আরও এক লড়াই ৷ সেই লড়াই ছিল তাঁর নিজের মধ্যে চলা মানসিক দ্বন্দ্বের সঙ্গে ৷ নিজেকে নিজের মতো করে গ্রহণ করার লড়াই ৷ কারণ তিনি একজন রূপান্তরকামী ৷ তবে সমাজের বাঁকা চোখ, কটাক্ষ ও নিজের মনে চলতে থাকা প্রাথমিক দ্বন্দ্ব উপেক্ষা করেই নিজেকে নিজের মতো করে গ্রহণ করে এগিয়েছেন এই কৃতী পড়ুয়া ৷ লিখেছেন সাফল্যের এক নয়া সোপান ৷
তাঁর ভিতরের ও বাইরের দুই সত্ত্বার সঙ্গে লড়াইয়ের জটিল মানসিক টানাপোড়েনকে পিছনে ফেলেই স্মরণ্যা এখন সফল ৷ তাঁর সাফল্যে খুশি এই কৃতীর পরিবার ও শিক্ষকরা ৷ নিজেকে ইতিমধ্যেই রূপান্তরকামী হিসেবে প্রকাশ করেছেন স্মরণ্যা ৷ লিঙ্গগত পরিচয়ের দিক দিয়ে পুরুষ হলেও তাঁর ভিতরে যে এক নারী সত্ত্বা আছে সেটা প্রথম থেকেই বুঝতে পারতেন স্মরণ্যা । তাই স্কুলে মেয়েদের সঙ্গে খেলা ও ওঠাবসা তাঁর । এরজন্য সহপাঠীরা অনেকে বাঁকা চোখে দেখত তাঁকে । শুনতে হয়েছে কটাক্ষ ও কটূ কথাও ৷ কিন্তু একাদশ শ্রেণিতে পড়ার সময় স্মরণ্যা নিজেকে প্রকাশ করে । তাঁর ইচ্ছেকে মর্যাদা দিয়ে তাঁর পাশে এসে দাঁড়ান অভিভাবক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও ৷