খানাকুল, 10 ফেব্রুয়ারি : দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়তে তৃণমূল কর্মীদের বাধ্য করা হচ্ছে ৷ অপর এক তৃণমূল কর্মীকে বাধ্য করা হচ্ছে জয় শ্রীরাম বলতে । ভাইরাল হয় এমনই একটি ভিডিয়ো ৷ হুগলির খানাকুলের ঘটনা । এরপর তৃণমূল ও BJP দু'পক্ষের মধ্যে শুরু হয়েছে অভিযোগ, পালটা অভিযোগের পালা ৷
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে জোর করে তৃণমূল কর্মীদেরদলীয় পতাকা ছিঁড়তে বাধ্য করছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এমন একটি ফ্লেক্স ছিঁড়তেও বাধ্য করা হচ্ছে ৷ সেইসঙ্গে প্রকাশ্যে কটূক্তিও করছে তারা ৷ বাধ্য করা হচ্ছে "জয় শ্রীরাম" বলতে ৷ পরে তৃণমূল কর্মীদের দিয়েই BJP-র পতাকা, ফ্লেক্স লাগাতে বাধ্য করা হচ্ছে ৷
তৃণমূল কর্মীদের দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়তে বাধ্য করার অভিযোগ BJP-র বিরুদ্ধে হুগলির তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব এই ঘটনার নিন্দা করেছেন । তাঁর অভিযোগ, BJP এভাবেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে । তাঁর বক্তব্য, BJP-র পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই তৃণমূল কর্মীদের মারধর করে ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ।
যদিও এই ঘটনায় তাদের কর্মীদের যোগ থাকার কথা অস্বীকার করেছে BJP ৷ এই বিষয়ে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "পরিকল্পনা করে, চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে BJP-র কর্মীদের ফাঁসানোর জন্য ৷ আসলে তৃণমূল কংগ্রেস কিছুতেই BJP-র মোকাবিলা করতে পারছে না ৷" পালটা তাঁর অভিযোগ, "আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় ৷ সাধারণ মানুষ এতে ক্ষিপ্ত হয়ে যায় ৷ যারা ছিঁড়ে ছিল তাদের কাছে জানতে চায় কেন ছিঁড়েছে ৷ সেই সুযোগে তৃণমূলের হার্মাদরা নিজেরাই এই কাণ্ড করে ৷ এবং BJP -র উপর দোষ চাপাচ্ছে ৷ এর সঙ্গে BJP-র কোনও যোগ নেই ৷ "