ডানকুনি, 24 নভেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) ঘরে চলছে তৃণমূলের পার্টি অফিস (TMC Office in PMAY House)। রীতিমতো পার্টি অফিসের বোর্ড লাগিয়ে শাসকদলের কাজ চলছে (Hooghly News)। এতেই তোপ দেগেছে বিরোধীরা । গরিব মানুষদের জন্য সরকারি প্রকল্পে এই বাড়ি দেওয়া হয় । বহু মানুষ আছেন প্রকৃত অৰ্থে যাঁদের প্ৰয়োজন তাঁরা বাড়ি পাননি । কিন্তু সরকারি প্রকল্পের এই বাড়িতে কীভাবে পার্টি অফিস (TMC party office) বানানো যায়, সেই প্রশ্ন সকলের ।
ডানকুনি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নোনাপুকুরের ধারে বরুণ দাসের একটি আবাস যোজনার বাড়ি রয়েছে । সেখানে কিছুটা কাজ বাকি আছে । সেই বাড়িতে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের 8 নম্বর ওয়ার্ডের কার্যালয় তৈরি করে কাজ চলছে । প্রায় কয়েক মাস ধরে এই পার্টি অফিস চলছে । বাড়ির মালিক শাসক দলের অনুরোধে এই বাড়িটি দিয়েছে । মালিক ও তৃণমূলের বক্তব্য, পুকুরের পাশে নতুন পার্টি অফিস হচ্ছিল । সেই কারণে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটি নেওয়া হয়েছে । তবে সংবাদমাধ্যমে ঘটনাটি সামনে আসায় বাড়ির মালিক বরুণ দাসের সাফাই, বাড়িটি তৈরি হলেও এখনও জল ও বিদ্যুৎ-এর ব্যবস্থা হয়নি । তাই সেখানে বসবাস করা যায় না । তৃণমূলকে অস্থায়ী ভাবে অফিস করতে দেওয়া হয়েছে । তিনি অন্য বাড়িতে থাকেন ।
স্থানীয় বিজেপি নেতা দেবাশিস মুখোপাধ্যায়ের অভিযোগ, হাউসিং ফর অল কেন্দ্রীয় সরকারি প্রকল্প । সেই প্রকল্পে যাঁদের বাড়ি নেই তাঁদের জন্য বাড়ি করে দেওয়া হয় । আর ডানকুনি আট নম্বর ওয়ার্ডে যাঁর বাড়িতে তৃণমূল অফিস চলছে, তাঁর অন্য জায়গায় বাড়ি আছে । আসলে তৃণমূল আর দুর্নীতি সমার্থক । ডানকুনিতে খুঁজলে এমন অনেক বাড়ি পাওয়া যাবে, যে গুলো ভাড়া খাটানো হচ্ছে ।"