গোঘাট, ২২ মার্চ : গোঘাট CPI(M) জ়োনাল কমিটির সদস্য তিলক ঘোষের বাড়িতে গতরাতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি হুগলির গোঘাটের কামারপুকুরের।
CPI(M) নেতার বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল
গোঘাট CPI(M) জ়োনাল কমিটির সদস্য তিলক ঘোষের বাড়িতে গতকাল ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
গতকাল গভীররাতে তিলক ঘোষের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়ির জানালার কাচ, শাটার, জলের পাইপ সহ অন্য জিনিসপত্র ভাঙচুর করে। গোঘাট থানায় খবর দিতেই বাড়িতে পুলিশ যায়। এই কাজ শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বলে অভিযোগ করেন তিলক ঘোষ।
এক সময়ে তিনি এই এলাকার দাপুটে CPI(M) নেতা ছিলেন।
তিলক বলেন, "শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতী ছাড়া এইসব কাজ আর কারা করবে ? বাড়ির জানালার কাচ, জলের পাইপ সহ অন্য জিনিসপত্র ভাঙচুর করেছে। গালিগালাজ তো ছিলই। আমি গোঘাট থানায় অভিযোগ করেছি।" তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।