তারকেশ্বর, 24 এপ্রিল: ত্রাণ বিলির আগে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ উঠল BJP নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করলে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। পরে থানায় অভিযোগ দায়ের করা হলে স্থানীয় দুই BJP নেতাকে গ্রেপ্তার করে পুলিশ । তারকেশ্বরের গুড়িয়াভাটা এলাকার ঘটনা।
তারকেশ্বরের গুড়িয়াভাটা এলাকায় বৃহস্পতিবার বিকেলে ত্রাণ বিলি করছিলেন স্থানীয় BJP নেতা-কর্মীরা। অভিযোগ, ত্রাণ বিলির আগে সাদা কাগজে সই করিয়ে নিচ্ছিলেন তাঁরা । তা শুনে সেখানে হাজির হয় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। এরপরই দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা। বচসা থেকে তা সংঘর্ষে পরিণত হয়। ঘটনায় বেশ তাদের কয়েকজন কর্মী আহত হন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এরপর সন্ধ্যায় তারকেশ্বর থানায় BJP-র নেতা-কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাতেই স্থানীয় দুই BJP নেতা লাল্টু বাগ এবং দীনেশ সাউকে গ্রেপ্তার করে পুলিশ।