পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ বিলির আগে সাদা কাগজে সই ! তারকেশ্বরে গ্রেপ্তার 2 BJP নেতা - BJP-র ত্রাণ বিলি নিয়ে তৃণমূলের অভিযোগ

তৃণমূলের অভিযোগ, ত্রাণ বিলির আগে সাদা কাগজে সই করিয়ে নিচ্ছিলেন BJP নেতা-কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব।

TMC allegations about BJP relief distribution
তারকেশ্বর

By

Published : Apr 24, 2020, 5:55 PM IST

তারকেশ্বর, 24 এপ্রিল: ত্রাণ বিলির আগে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ উঠল BJP নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করলে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। পরে থানায় অভিযোগ দায়ের করা হলে স্থানীয় দুই BJP নেতাকে গ্রেপ্তার করে পুলিশ । তারকেশ্বরের গুড়িয়াভাটা এলাকার ঘটনা।

তারকেশ্বরের গুড়িয়াভাটা এলাকায় বৃহস্পতিবার বিকেলে ত্রাণ বিলি করছিলেন স্থানীয় BJP নেতা-কর্মীরা। অভিযোগ, ত্রাণ বিলির আগে সাদা কাগজে সই করিয়ে নিচ্ছিলেন তাঁরা । তা শুনে সেখানে হাজির হয় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। এরপরই দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা। বচসা থেকে তা সংঘর্ষে পরিণত হয়। ঘটনায় বেশ তাদের কয়েকজন কর্মী আহত হন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এরপর সন্ধ্যায় তারকেশ্বর থানায় BJP-র নেতা-কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাতেই স্থানীয় দুই BJP নেতা লাল্টু বাগ এবং দীনেশ সাউকে গ্রেপ্তার করে পুলিশ।

এই প্রসঙ্গে তারকেশ্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি লাল্টু চট্টেপাধ্যায় বলেন, "গুড়িয়াভাটা এলাকায় BJP কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করে সাদা কাগজে সই করিয়ে নিচ্ছিল। তৃণমূল নেতা-কর্মীরা এর প্রতিবাদ করলে তাঁদের বেধড়ক মারধর করে BJP নেতা লাল্টু বাগ সহ অন্য BJP কর্মীরা। এরপরই থানায় অভিযোগ জানানো হয়। BJP-র এই আচরণকে তীব্র ধিক্কার জানাই।"

যদিও BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "গুড়িয়াভাটায় যে ঘটনা ঘটেছে, তা তৃণমূলের চক্রান্ত। এই ঘটনার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। তৃণমূল ঘৃণ্য রাজনীতি করছে। এটা তার বিক্ষিপ্ত চিত্র। BJP এই মুহূর্তে কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর আদর্শ মেনে কাজ করছে।"

ABOUT THE AUTHOR

...view details