হুগলি, 2 এপ্রিল : আজ থেকে প্রচার শুরু করলেন হুগলির তৃণমূল প্রার্থী রত্না দে নাগ। প্রচারে নজর কাড়তে এক ভোটারের বাড়িতে খেলেন মুড়ি। আজ জামগ্রামে প্রচারপর্ব সারেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে তাঁকে জেতানোর আবেদন করেন।
ভোটারের বাড়িতে জল, মুড়ি খেয়ে প্রচারে রত্না - election campaign
প্রচার শুরু করলেন হুগলির তৃণমূল প্রার্থী রত্না দে নাগ। এক ভোটারের বাড়িতে গিয়ে খেলেন জল ও মুড়ি। শুনলেন গ্রামবাসীর সমস্যার কথাও।
আজ জামগ্রামের গলি গলি ঘুরে প্রচার করেন রত্না দে নাগ। জামগ্রামের কাজল লোহারের টালির ঘরে গিয়ে বসেন তিনি। সেখানে তিনি তাঁদের দেওয়া জল, চিনি, মুড়ি খান। প্রার্থীকে কাছে পেয়ে জামগ্রাম থেকে আয়নাপাড়ার রাস্তা বানানোর ও আবাস যোজনার ঘর পাওয়ার আবেদন জানান গ্রামের মহিলারা। তৃণমূল প্রার্থী তাঁদের রাস্তা বানিয়ে দেওয়ার আশ্বাসও দেন।
আজ জামগ্রাম থেকে সোমরাগড়ি পর্যন্ত টোটো ও হুড খোলা গাড়ি করে প্রচার করেন রত্না দে নাগ। পিছনে ছিল তৃণমূল পতাকা হাতে দলীয় কর্মীদের বাইক মিছিল। ফ্লেক্স, ফেস্টুন, টোটো নিয়ে চলে প্রচার। আজ পাণ্ডুয়া জুড়ে চলবে তৃণমূল কংগ্রেসের প্রচার।