পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরামবাগে রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজিতে আহত 12 ; BJP কর্মীকে ধর্ষণের হুমকি - tmc

তৃণমূল ও BJP-র সংঘর্ষ আরামবাগের পূর্ব কেশবপুরের ভেটিপাড়া এলাকায় । সংঘর্ষে আহত উভয়পক্ষের মোট 12 । ঘটনায় উভয়পক্ষের 11 জনকে আটক করেছে পুলিশ ।

ভাঙচুর হয়েছে পার্টি অফিসে

By

Published : Jul 25, 2019, 11:34 PM IST

আরামবাগ, 25 জুলাই : তৃণমূল ও BJP-র সংঘর্ষ আরামবাগের পূর্ব কেশবপুরের ভেটিপাড়া এলাকায় । ইটবৃষ্টির সঙ্গে চলে ব্যাপক বোমাবাজি । সংঘর্ষে আহত উভয়পক্ষের মোট 12 জন । তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনায় উভয়পক্ষের 11 জনকে আটক করেছে পুলিশ ।

এলাকা দখলকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা ছিল । আজ এই নিয়ে বচসা শুরু হয় দু'পক্ষের । বচসা থেকে থেকে হাতাহাতি, এরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয় । একে অপরের দিকে ইট ছুড়তে শুরু করে । পরে শুরু হয় ব্যাপক বোমাবাজি । সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের মোট 12 জন । বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হয় এক শিশু এবং কিশোরী । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করা হয়েছে ।

শুনুন বক্তব্য

স্থানীয় BJP-কর্মী পম্পা মালিক বলেন, "তৃণমূলের কয়েকজন এসে আমাদের ঘরে ভাঙচুর করে । তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেয় । ওরা এলাকায় বোমাবাজি করে । হুমকি দিয়েছে পুলিশ চলে গেলে আবার মারধর করা হবে ।" BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জগন্নাথ দাস বলেন, "সন্ত্রাস করে এলাকা দখলে রাখতে চাইছে তৃণমূল । দিন দিন আমাদের উত্থান দেখে তৃণমূল ভয় পেয়েছে । তাই কর্মীদের দমিয়ে রাখতে মারধর, এলাকায় বোমাবাজি ও বাড়ি ভাঙচুর করেছে ।"

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পালটা অভিযোগ, "লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই BJP এলাকায় সন্ত্রাস চালাচ্ছে । আজকেও এলাকায় ওদের কর্মীরা ব্যাপক বোমাবাজি করে ও বাড়ি ভাঙচুর করে । দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।" তৃণমূল নেতা ও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, "BJP ওই এলাকায় অশান্ত করার জন্য পার্টি অফিসে বোমা এবং আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিল । প্রশাসন সেগুলি উদ্ধার করেছে । BJP শান্ত আরামবাগকে অশান্ত করতে চাইছে ।"

ABOUT THE AUTHOR

...view details