রিষড়া, 14 মে : স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল । রিষড়া হাই স্কুলের ঘটনা । খুনের আশঙ্কায় স্কুলের প্রধান শিক্ষক স্বাতী চক্রবর্তী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন । সেখানে তিনি অভিযোগ করেন, এই বছর ক্লাস ইলেভেনের পরীক্ষায় 46 জন ছাত্রী ফেল করেছে । তাদের অভিভাবকরা স্বাতীকে হুমকি দিয়েছে ।
9 এপ্রিল স্কুলে ক্লাস ইলেভেনের রেজ়াল্ট বের হয় । সেখানে দেখা যায় 160 জন ছাত্রীর মধ্যে 46 জন ফেল করেছে । পরদিনই অভিভাবকরা স্কুলে চড়াও হয় । এরপর শিক্ষিকারা তাদের পরীক্ষার খাতা দেখাতে চান । কিন্তু অভিভাবকরা খাতা দেখতে রাজি হয়নি । প্রধান শিক্ষিকা জানান, অনেকে ফাঁকা খাতা জমা দিয়েছে । সেই রেজ়াল্ট কাউন্সিলে জমা দেওয়া হয়েছে । কিন্তু অভিভাবকরা কোনও কথা শুনতে রাজি হয়নি । প্রধান শিক্ষিকাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে । এবিষয়ে শ্রীরামপুর থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে ।