পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্লাস ইলেভেনে ফেল 46 , প্রধান শিক্ষিকাকে হুমকি ফোন - teacher

এক প্রশাসনিক আধিকারিক মধ্যস্থতা করতে এগিয়ে আসেন । তাঁর বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ করেন রিষড়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্বাতী চক্রবর্তী । তবে এই অভিযোগ পৌরসভার ওই কর্মী অস্বীকার করেন ।

স্বাতী চক্রবর্তী

By

Published : May 14, 2019, 11:21 PM IST

Updated : May 15, 2019, 12:16 AM IST

রিষড়া, 14 মে : স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল । রিষড়া হাই স্কুলের ঘটনা । খুনের আশঙ্কায় স্কুলের প্রধান শিক্ষক স্বাতী চক্রবর্তী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন । সেখানে তিনি অভিযোগ করেন, এই বছর ক্লাস ইলেভেনের পরীক্ষায় 46 জন ছাত্রী ফেল করেছে । তাদের অভিভাবকরা স্বাতীকে হুমকি দিয়েছে ।

9 এপ্রিল স্কুলে ক্লাস ইলেভেনের রেজ়াল্ট বের হয় । সেখানে দেখা যায় 160 জন ছাত্রীর মধ্যে 46 জন ফেল করেছে । পরদিনই অভিভাবকরা স্কুলে চড়াও হয় । এরপর শিক্ষিকারা তাদের পরীক্ষার খাতা দেখাতে চান । কিন্তু অভিভাবকরা খাতা দেখতে রাজি হয়নি । প্রধান শিক্ষিকা জানান, অনেকে ফাঁকা খাতা জমা দিয়েছে । সেই রেজ়াল্ট কাউন্সিলে জমা দেওয়া হয়েছে । কিন্তু অভিভাবকরা কোনও কথা শুনতে রাজি হয়নি । প্রধান শিক্ষিকাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে । এবিষয়ে শ্রীরামপুর থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্বাতী বলেন, "আমাকে রেজ়াল্ট পুনর্বিবেচনার কথা বলা হয় । কিন্তু ততক্ষণে কাউন্সিলে রেজ়াল্ট জমা পড়ে গেছে । এরপর আমার কাছে হুমকি ফোন আসতে থাকে । আমার বাড়িতে হামলারও হুমকি দেওয়া হয় । স্থানীয় এক প্রশাসনিক আধিকারিক মধ্যস্থতা করতে এগিয়ে আসেন । তিনি আমাকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন । দলবদ্ধভাবে অভিভাবকরা স্কুলে এসেছে । আমি ভয় পাচ্ছি । আতঙ্কে রয়েছি । আমি চাই অভিভাবক ও ছাত্রীরা শান্তভাবে নিজেদের অবস্থা বুঝুক । "

অপরদিকে পৌরসভার ওই কর্মী অসিতাভ গাঙ্গুলি বলেন, "আমি প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেছিলাম । কিন্তু কোনও হুমকি দেওয়া হয়নি । অভিভাবকরা পৌরসভায় এসেছিল । তাই প্রধান শিক্ষিকাকে বলেছিলাম । "

Last Updated : May 15, 2019, 12:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details