পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্না অন্তঃসত্ত্বা প্রেমিকার - হুগলি

বিয়ে করতে হবে, এই দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সমানে ধর্নায় বসলেন অন্তঃসত্ত্বা প্রেমিকা ৷ কিন্তু, বাড়িতে তালা লাগিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছেন প্রেমিক ও তাঁর পরিবার ৷ ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলে ৷

the-pregnant-girl-sat-in-a-dharna-in-front-of-her-boyfriends-house-in-khanakul-hooghly
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্না অন্তঃসত্ত্বা প্রেমিকার

By

Published : May 4, 2021, 7:09 PM IST

খানাকুল (হুগলি), 4 মে : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন অন্তঃসত্ত্বা প্রেমিকা ৷ তবে, প্রেমিকের বাড়িতে তালা ঝুলছে ৷ হুগলির খানাকুলের ঘটনায় প্রেমিক ও তাঁর পরিবারের খোঁজ পেতে এবার পুলিশের দ্বারস্থ হলেন ওই যুবতী ৷

পরিচয় ফেসবুকে । দিন গড়ানোর সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হয়ে ওঠে ৷ যুবক-যুবতী দু’জনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন । দুই পরিবারও তাঁদের সম্পর্ক মেনে নিয়েছিল ৷ প্রেমিক যুগল বাইরে ঘুরতেও গিয়েছিলেন ৷ এমনকি তাতে সম্মতি ছিল পরিবারের লোকজনের । এরপরই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন যুবতী ৷ তারপর থেকেই প্রেমিকাকে এড়িয়ে চলতে থাকেন প্রেমিক ৷ যদিও কয়েকদিন আগে প্রেমিকার হাওড়ার বাড়িতে যান খানাকুলের যুবক প্রেমিকটি ৷ তখন যুবতী বিয়ে করার কথা জানালে যুবকটি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ । তাই এবার বিয়ে করার দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন ওই যুবতী ৷ ঘটনাটি খানাকুলের চক্রপুর এলাকার ।

আরও পড়ুন :প্রেমিককে গলায় দড়ি দেওয়া ছবি পাঠিয়ে আত্মহত্যা যুবতির

তাঁর অভিযোগ, বিশ্বাস করে সে তাঁর সর্বস্ব দিয়েছিল প্রেমিককে । এমনকি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন তিনি । বারে বারে বিয়ে করার কথা বললেও প্রেমিক রাজি হননি । মানসিক অবসাদে তিনি আত্মহত্যার চেষ্টা করেন । তারপরেও দেখা মেলেনি প্রেমিকের । তাই সোমবার দুপুরে পরিবারের লোকজন ও আত্মীয়দের নিয়ে সরাসরি খানাকুলের চক্রপুরে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন তিনি । কিন্তু কারও দেখা মিলল না সেই বাড়িতে । সেখানে তালা ঝুলছে । তাই বাধ্য হয়ে ওই যুবতীর পরিবারের সদস্যরা খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন । এই ঘটনা জানাজানি হতেই উৎসাহী মানুষের ভিড় জমেছে এলাকায় ৷

ABOUT THE AUTHOR

...view details