সিঙ্গুর, 18 এপ্রিল:কয়েকবছর আগে সিঙ্গুরে এসে তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় সিঙ্গুর আন্দোলন নিয়ে প্রশ্নচিহ্ন তুলে বলেছিলেন সিঙ্গুর আন্দোলন করা ঠিক হয়নি। এবার সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এমনকী বিজেপি ক্ষমতায় এলে টাটাদের ফুলের মালা পরিয়ে শঙ্খ বাজিয়ে রাজ্যে ফিরিয়ে আনা হবে বলেও এদিন দাবি করেন শুভেন্দু ৷
মঙ্গলবার সিঙ্গুরের বড়া হাওয়াখানা এলাকায় বিজেপি'র এক জনসভা ছিল ৷ সেই সভা থেকে সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গে শুভেন্দু বলেন,"16 দিন এখানে বসে ড্রামা করে টাটাকে তাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আপনারা শিল্প চান না মমতার ডিনামাইট চান । বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে টাটাকে ফুলের মালা পরিয়ে শঙ্খ বাজিয়ে রাজ্যে ফিরিয়ে আনা হবে ৷ বিনিয়োগ ও কর্মসংস্থান হবে ৷" তাঁর আরও কটাক্ষ, মমতার সিঙ্গুর আন্দোলনের উদ্দেশ্য কৃষি জমি ফিরেয়ে দেওয়া ছিল না, ছিল মুখ্যমন্ত্রী হওয়া । মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় সর্বনাশ করে গিয়েছেন, টাটা কারখানা ধ্বংস করে।