শ্রীরামপুর, 9 অক্টোবর: "দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival) আসলে রাজনৈতিক অনুষ্ঠান ৷ সরকারি টাকায় মোচ্ছব করা হচ্ছে । কোন বিজেপি বিধায়ক বা সাংসদকে আমন্ত্রন জানানো হয়নি কার্নিভালে । এই কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম বেশিবার না বলায় জেলা শাসক ও পুলিশ সুপারকে ধমকেছেন তৃণমূল নেতারা ।" এভাবেই শাসকদলকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।
মালবাজার ও রায়গঞ্জের দুর্ঘটনা নিয়েও মুখ খোলেন সুকান্ত ৷ এই বিষয়ে মমতাকে লক্ষ্য করে তোপ দাগতে ছাড়লেন না তিনি ৷ সুকান্ত বলেন, "মালবাজার এবং রায়গঞ্জে প্রশাসনিক উদাসীনতার জন্যই মানুষ মারা গিয়েছে । খেলা-মেলা করে মানুষকে ভোলানো চেষ্টা করছে তৃণমূল । রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে । হরিদেবপুর থেকে শুরু করে হুগলির মর্মান্তিক ঘটনা তারই প্রমাণ । বাংলার জনগণকে বারবার বিপদের মুখে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত-মুখ রক্তে ভরে গিয়েছে ।"