হিন্দমোটর, 23 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি ৷ দিদির দূতরা পৌঁছে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ পড়ছেন ক্ষোভ-বিক্ষোভের মুখেও ৷ এই প্রসঙ্গে সোমবার রাজ্যের শাসকদলকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তিনি বলেন, "গ্রামে ঢুকলেই বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে দিদির দূতদের । গ্রামের মানুষের কাছে যাঁরা দিদির দূত হিসেবে যাচ্ছেন তাঁদের ঝাঁটা দিয়ে পিটিয়ে বিদেয় করছেন গ্রামের মানুষ ৷ এরপর তাঁদের গাধা উপর চড়িয়ে ঘোল ঢেলে ঘোরানো হবে ৷" এদিন হিন্দমোটরে একটি গঙ্গা আরতির অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার ৷
সুকান্ত মজুমদারের কথায়, 2018 পঞ্চায়েত ভোটে চুরি করে পঞ্চায়েত ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ তার পরেও গত 5 বছর ধরে পঞ্চায়েত প্রধান ও সদস্যরা চুরি করেছেন ৷ এবার সুষ্ঠু নির্বাচন হলে পঞ্চায়েতে হারবে তৃণমূল ৷ কেন্দ্রীয় দলের রাজ্যে আসা নিয়ে সম্প্রতি কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যে আরশোলা মরলেও কেন্দ্রীয় দল আসে, অথচ উত্তরপ্রদেশে কোনও দল পাঠানো হয় না বলে মন্তব্য করেছেন মমতা ৷ এর পালটা এদিন সুকান্ত বলেন, "উত্তরপ্রদেশে কোনও নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় না । কোনও যুবনেতার বিলাসবহুল ফ্ল্যাট দেখা যায় না উত্তরপ্রদেশে । তাই চোর ধরতে তো পুলিশ আসবেই ।"