শ্রীরামপুর, 23 এপ্রিল: রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রেখে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি ৷ এই নিয়ে এর আগে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ আর এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মমতাকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, "ধর্মীয় অনুষ্ঠানে তিনি যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত লজ্জাজনক । আমরা এই ঘটনার উপর দৃষ্টিপাত করাতে চাই পশ্চিমবঙ্গবাসীকে । আমরা এটার তীব্র নিন্দা করছি । তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন । আমি অনুরোধ করব মুসলিম ধর্মালম্বী মানুষদের ৷ এই মহিলাকে আর ডাকবেন না । তিনি আপনাদেরও অপমান করছেন এবং আপনাদের ধর্মকেও অপমান করছেন ।"
রবিবার শ্রীরামপুর জেলা পার্টি অফিসে সাংগঠনিক বৈঠকে আসেন সুকান্ত মজুমদার ৷ সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি তিনি । তাঁর জনসংযোগ যাত্রা নিয়ে এই বিজেপি নেতা জানান, বাংলার জনগনকে উনি চেনেন না জানেন না । উনি প্যারাসুটে নেমেছেন । বাংলার মাটি কী দেখেননি । গ্রামে যাননি । এখন কোটি কোটি টাকা খরচ করে ফাইভস্টার তাঁবু তৈরি করেছে । সুকান্ত বলেন, "আমাকে মহম্মদ গদ্দাফির কথা মনে করাচ্ছে । তিনি তাঁবু করে গ্রামে থাকতেন । তিনি হোটেলে থাকতে পারতেন না। যেহেতু তিনি বেদুইন ছিলেন। এখন অভিষেক নামে নতুন বেদুইন গদ্দাফি তৈরি হচ্ছে বাংলায় ।"