হুগলি, 8 জুন :প্রথম সারির করোনা যোদ্ধার উপর হামলার প্রতিবাদে চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি ৷ হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা ৷ জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের সাফ কথা, চিকিৎসককে মারধরের ঘটনায় দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে ৷
এদিন থেকে কর্মবিরতি শুরু করেছেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের 12 জন চিকিৎসক ও 13 জন নার্স ৷ তাঁরা এদিন বুকে কালো ফিতে আটকে কর্মবিরতি শুরু করেন ৷ শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া অন্য কোথাও রোগী দেখা হচ্ছে না ৷ সোমবার পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক শিবশংকর রায়কে মারধর করার অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ৷ তারই প্রতিবাদে এই কর্মবিরতি ৷