পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মানসিক ভারসাম্যহীন বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ - ধর্ষণ

মানসিক ভারসাম্যহীন বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ৷ কাঠগড়ায় প্রৌঢ় সাফাইকর্মী ৷ হুগলির কোন্নগরের ঘটনা ৷ অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার মানুষ ৷

wb_hgl_Allegations of sexual abuse of an unbalanced child against an adult_7203418.
মানসিক ভারসাম্যহীন বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

By

Published : Apr 19, 2021, 7:55 PM IST

কোন্নগর, 19 এপ্রিল : মানসিক ভারসাম্যহীন বালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ স্থানীয় বাসিন্দারাই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন ৷ অভিযুক্ত ওই ব্য়ক্তি কোন্নগর বাটা ডোমপাড়ার বাসিন্দা ৷

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ় পেশায় সাফাইকর্মী ৷ তিনি বাড়ি বাড়ি ঘুরে শৌচালয় পরিষ্কারের কাজ করেন ৷ সোমবার দুপুরেও কাজে এসেছিলেন তিনি ৷ অভিযোগ, সেই সময় এসসি চ্যাটার্জী লেনের একটি বাড়ির বাসিন্দা 9 বছরের এক মানসিক ভারসাম্যহীন বালিকাকে সঙ্গে নিয়ে পাশেই একটি জঙ্গলে যান তিনি ৷ সেখানেই ওই বালিকার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷

এই ঘটনার সময় পাশেই একটি বাড়িতে কাজ করছিলেন কয়েকজন রাজমিস্ত্রী ৷ বালিকার চিৎকার শুনে ছুটে আসেন তাঁরা ৷ ছুটে আসেন এলাকার বাসিন্দারাও ৷ তাঁরাই হাতেনাতে অভিযুক্ত প্রৌঢ়কে ধরে ফেলেন ৷ পরে তাঁকে কোন্নগর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন :মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বালিকার মা পরিচারিকার কাজ করেন ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগেই ওই প্রৌঢ় সাফাইকর্মী বালিকার বাড়িতে ঢুকে তাকে জঙ্গলের তুলে নিয়ে যায় ৷ ঘটনার পর কোন্নগর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে বালিকার পরিবার ৷ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details