পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anti Ragging Device: ব়্যাগিং এড়াতে 'স্মার্ট সিকিউরিটি ডিভাইস কিট' আবিষ্কার তিন বাঙালি গবেষকের - Ragging

ব়্যাগিং ঠেকাতে স্মার্ট শার্ট, স্মার্ট চাবির রিং ও স্মার্ট মোবাইল কভার আবিষ্কার করেছেন তিন বাঙালি গবেষক ৷ তাঁদের মধ্য়ে রয়েছেন যাদবপুরেরই এক গবেষেক ৷ প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করে তিন নতুন গবেষক অয়ন বাগ, ইন্দ্রনীল দাস ও শঙ্খদীপ ঘোষ তাঁদের একটি স্মার্ট সিকিউরিটি ডিভাইস তৈরি করেছেন। তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম করা হবে এই ডিভাইসটি।

Anti Ragging Device
স্মার্ট সিকিউরিটি ডিভাইস কিট আবিষ্কার গবেষকদের

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 8:24 PM IST

স্মার্ট সিকিউরিটি ডিভাইস কিট আবিষ্কার তিন বাঙালি গবেষকের

চন্দননগর, 2 সেপ্টেম্বর:যাদবপুর-কাণ্ডের পর উদ্বিগ্ন রাজ্য সরকার থেকে রাজ্যপাল সকলেই ৷ এমনকী ইসরোর পরামর্শ পর্যন্ত নেওয়া হয় এ বিষয়ে। মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না-হয়, এগিয়ে এসেছেন তিন বাঙালি গবেষক। দু'জন কলকাতা ও একজন চন্দননগরের ইঞ্জিনিয়ার নতুন স্মার্ট ডিভাইস তৈরি করেছেন। ব়্যাগিং ঠেকাতে স্মার্ট শার্ট, স্মার্ট চাবির রিং ও স্মার্ট মোবাইল কভার আবিষ্কার করেছেন তাঁরা। এর মাধ্যমে ব়্যাগিংয়ের মতো ঘটনায় সচেতন হতে পারবেন আপনজন। এছাড়াও নারীদের নিরাপত্তা দিক থেকেও কাজ করবে এই স্মার্ট ডিভাইসটি। পুজোর আগেই বাজারে আনতে চলেছেন তাঁরা।

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় চোখ খুলে দিয়েছে মানুষের। একাধিক ঘটনাও সামনে এসেছে। ব়্যাগিং রুখতে সিসিটিভি ক্যামেরা থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সরকারি তরফে। তাই এবার প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করে তিন নতুন গবেষক অয়ন বাগ, ইন্দ্রনীল দাস ও শঙ্খদীপ ঘোষ তাঁদের একটি স্মার্ট সিকিউরিটি ডিভাইস তৈরি করেছেন। চন্দননগরের অয়ন, নিউ আলিপুরের ইন্দ্রনীল আর যাদবপুরের শঙ্খদীপ ৷ তিনজন মিলে বজবজে সুপার মার্কেটে আউটলেটে তৈরি করছেন এই সিকিউরিটি কিটের। পেটেন্টের জন্য আবেদন করেছেন তাঁরা।

  • এটা এমবেডেড সিস্টেম, রোবোটিকস ও ইন্টারনেট অফ থিঙ্কস্ প্রযুক্তিতে কাজ করবে। এই স্মার্ট ডিভাইসগুলি মোবাইলের ব্লুটুথের সঙ্গে সংযোগ থাকবে সর্বদা। এই ডিভাইসগুলি ব্লুটুথ লো এনার্জিতে কাজ করে। তাই দীর্ঘক্ষণ চালু থাকবে ৷ অ্যালার্ম বাল্বটি স্মার্ট বাল্ব হিসেবে কাজ করবে। পৃথিবীর যে কোনও জায়গা থেকে এই বাল্বের আলোর জন্য নিয়ন্ত্রণ করা যাবে। মোবাইল অ্যাপ চালু রেখে জামার কলার বা হাতায় লাগানো স্ক্যানারে ঠেকলেই কাজ শুরু হবে।
  • স্মার্ট মোবাইল কভারের ডিভাইসটি সাহায্যে আলো ও বাজার বেজে উঠবে। এতেই সতর্ক হতে পারবে ছাত্র ও ছাত্রীর পরিবার। এছাড়াও বাড়ির মোবাইল নম্বরেও লোকেশনের ম্যাসেজ আসবে। কোথায় বিপদে পড়েছে সেটাও জানা যাবে। স্মার্ট মোবাইল কভার ছাড়াও স্মার্ট চাবির রিং তৈরি করা হয়েছে। এর সুইচ টিপলে অতি সহজেই পরিবার সজাগ হতে পারবে।
    স্মার্ট সিকিউরিটি ডিভাইস কিট

গবেষক ইন্দ্রনীল দাস বলেন, "একটি মোবাইলের মধ্যে অ্যাপের মাধ্যমে এই স্মার্ট ডিভাইসটি কাজ করবে। এই স্মার্ট ফিচারের ডিজাইন ও অ্যাপ আমাদের তৈরি করা। তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম করা হবে এই ডিভাইসটি। স্মার্ট শার্ট গুলোকে পরিষ্কার ও আয়রন করা যাবে। সাধ্যের মধ্যেই এই স্মার্ট ডিভাইস তৈরি করা হয়েছে।"

আরও পড়ুন:'সৌরভের ক্ষতি হলে প্রাণ যাবে', স্নেহমঞ্জু ও সঞ্জয় গোপালকে প্রাণনাশের হুমকি অধ্যাপকের!

ABOUT THE AUTHOR

...view details