পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Factionalism: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, জখম একাধিক

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদে (TMC Factionalism) আহত হলেন বেশ কয়েকজন ৷ হুগলির আরামবাগের (Arambagh) হরিণখোলা-1 গ্রাম পঞ্চায়েতের পূর্ব কৃষ্ণপুর এলাকার ঘটনা ৷

several people injured in Arambagh due to TMC Factionalism
TMC Factionalism: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, জখম একাধিক

By

Published : Dec 12, 2022, 7:05 PM IST

Updated : Dec 12, 2022, 8:23 PM IST

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷

আরামবাগ, 12 ডিসেম্বর: হরিণখোলা যে আছে হরিণখোলাতেই, আবারও তার প্রমাণ পাওয়া গেল সোমবার ৷ আরামবাগের মুথডাঙায় তৃণমূল কংগ্রেসের দলীয় সম্মেলনের আগেই শাকদলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে (TMC Factionalism) রীতিমতো তেতে উঠল গোটা এলাকা ৷ বোমাবাজির পাশাপাশি বাইক ও চারচাকা গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটল ৷ বেশ কিছু যুবককে দেখা গেল এলাকায় আগ্নেয়াস্ত্র ও লাঠি নিয়ে দাপাদাপি করতে ৷ যদিও এরপর পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছলেন আরামবাগের এসডিপিও, স্থানীয় থানার আইসি-সহ প্রচুর পরিমাণে পুলিশ ও র‍্যাফ।

ভাঙল গাড়ির কাচ !

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির আরামবাগের (Arambagh) হরিণখোলা-1 গ্রাম পঞ্চায়েতের পূর্ব কৃষ্ণপুর এলাকায় তৃণমূলের কর্মী ও সমর্থকরা মুথডাঙার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে সম্মেলনে যোগ দিতে আসছিলেন ৷ সেই সময় হঠাৎই দুই গোষ্ঠীর মধ্যে মারপিট শুরু হয়ে যায় ৷ এর ফলে উভয় পক্ষেরই বেশ কয়েকজন জখম হন ৷ তাঁদের মধ্য়ে দু-তিনজনের অবস্থা আশংকাজনক ৷ তাঁদের ইতিমধ্যেই আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

হাতে আগ্নেয়াস্ত্র !

আরও পড়ুন:নয়া কমিটি নাপসন্দ, তৃণমূল কার্যালয়ে তালা ঝোলালেন দলেরই কর্মীরা

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা লাল্টু, হুদাদের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ করেছেন তৃণমূলেরই পার্থ হাজারির অনুগামীরা ৷ অন্যদিকে, পার্থ হাজারির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মারধরের অভিযোগ তুলেছেন লাল্টু ও হুদার সমর্থকরা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের এই অন্তর্দ্বন্দ্বের জেরে সোমবার এলাকায় মুড়ি, মুড়কির মতো বোমাবাজি হয় ৷

এই বিষয়ে প্রশ্ন করা হলে স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান লাল্টু খান সরাসরি বলেন, "তৃণমূলের একটি অংশের মদতেই এই ধরনের ঘটনা ঘটছে ৷ আমরা সমস্ত বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাব ৷" অন্যদিকে, জেলা নেতৃত্বের তরফে এই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷

Last Updated : Dec 12, 2022, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details