পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উলটো জাতীয় পতাকা উত্তোলন, কাঠগড়ায় রিষড়া পৌরসভা - hoogly

উলটো করে জাতীয় পতাকা তোলার অভিযোগ উঠল রিষড়া পৌরসভার বিরুদ্ধে । যদিও সেই ভুল পরে শুধরে নেওয়া হয় ।

ছবি
ছবি

By

Published : May 1, 2020, 2:55 PM IST

রিষড়া, 1 মে : জাতীয় পতাকা উলটো করে উত্তোলন ৷ এমনই গুরুতর অভিযোগ রিষড়া পৌরসভার বিরুদ্ধে । BJP-র দাবি, জাতীয় পতাকার মর্যাদা দিতে জানে না তৃণমূল পরিচালিত বর্তমান বোর্ড । এই ঘটনা সামনে আসতেই তাড়াতাড়ি নামিয়ে ফেলা হয় পতাকা ।

মে দিবসে বন্ধ রয়েছে পৌরসভা । তবে জরুরি পরিষেবা চালু রয়েছে । সেই অনুযায়ী পতাকা উত্তোলন ও নামানোর জন্য কর্মী নিযুক্ত আছে । তা সত্ত্বেও কীভাবে এই ভুল হল, সে বিষয়ে খতিয়ে দেখছে পৌরসভার চেয়ারম্যান। তিনি বলেন, ভুল হয়েছে এটা নিয়ে রাজনীতি করছে BJP ।

পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র জানান, ছুটির দিন থাকায় এক নিরাপত্তারক্ষী জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরসভা ভবনের ছাদে । ভুলবশত পতাকা উলটে যায় । দেখা মাত্রই তা ঠিকও করে দেওয়া হয়। অন্যদিকে BJP-র অভিযোগ, তৃণমূল এর আগেও এই ঘটনা ঘটিয়েছে । জাতীয়তাবোধ নেই তাই জাতীয় পতাকার মর্যাদা দিতে জানে না, এমন অভিযোগ আনা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details