চন্দননগর, 1 জুলাই: দু’বছর পর আবারও গড়াল চন্দননগরের রথের চাকা (Chandannagar Rath Yatra Celebrate After Two Years Due to Covid) ৷ লোহার তৈরি এই রথের রশিতে টান দিলেন অসংখ্য ভক্ত ৷ চন্দননগরের লক্ষ্মীগঞ্জের বাজার থেকে রথযাত্রা শুরু হয় ৷ সেখান থেকে তালাডাঙায় মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেছেন শ্রী জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং শ্রী বলরাম ৷ দু’বছর পর রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো (Rath Yatra 2022) ৷
আজ সকালে মন্দিরে পুজোর পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলা হয় ৷ চন্দননগর জিটি রোডে অসংখ্য ভক্ত রথের রশিতে টান দেন ৷ 1776 সালে চন্দননগরের বাসিন্দা যাদুবেন্দ্র ঘোষ এই রথযাত্রার সূচনা করেন ৷ সম্পূর্ণ লোহার কাঠামোয় তৈরি এই রথে 9টি পিতলের চূড়া রয়েছে ৷ আর 14টি লোহার চাকা রয়েছে ৷ রথের উচ্চতা 40 ফুট ও চওড়ায় 22 ফুট ৷