শেওড়াফুলি, 25 অগাস্ট : হকার উচ্ছেদের প্রতিবাদে ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার শেওড়াফুলি স্টেশন ৷ হকার উচ্ছেদ ও পুলিশি জুলুমের প্রতিবাদে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিতে যান হকাররা ৷ সেখানে স্টেশন মাস্টারের সঙ্গে তাঁদের বচসা বাধে ৷ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে RPF ৷
গত মাসে, শেওড়াফুলি স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হয় ৷ এর প্রতিবাদে গতকাল হকাররা স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিতে যান ৷ ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের বচসা বাধে ৷ সেই বচসার জেরে স্টেশন চত্বরে প্রায় চার হাজার হকার জমায়েত হয়ে স্টেশন মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ৷ পরে RPF বাহিনী এসে বিক্ষোভকারী হকারদের লাঠিচার্জ করে হটিয়ে দেয় ৷ এর জেরে বেশকিছু হকার আহত হন ৷