পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'কয়লা চোর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দূর হটো', পোস্টার পড়ল পাণ্ডবেশ্বরে

'কয়লা চোর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দূর হটো'। পাণ্ডবেশ্বরের স্টেশন, বাজারে ছয়লাপ হয়ে গিয়েছে এই পোস্টারে। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কারা এই পোস্টার রাতের অন্ধকারে দিয়ে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয় দলীয় নেতৃত্বের কাছে।

poster Against jitendra Tiwari in pandobeswar
'কয়লা চোর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দূর হটো', পোস্টার পাণ্ডবেশ্বরে

By

Published : Feb 3, 2021, 1:16 PM IST

Updated : Feb 3, 2021, 2:14 PM IST

পাণ্ডবেশ্বর, 3 ফেব্রুয়ারি: এ বার পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টার দিল পাণ্ডবেশ্বরের নাগরিক মঞ্চ। দলের বিরুদ্ধে মুখ খুলে প্রায় কোণঠাসা হয়েছিলেন আসানসোলের প্রাক্তন পৌর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর অবশ্য দাবি, তিনি মমতাকে দুঃখ দিয়েছেন, ক্ষমা চেয়ে আবার দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান।

তিনি এ কথা বলার পরই তৃণমূল ভবন থেকে শুরু করে অন্যান্য জায়গায় দলনেত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে। পুনরায় স্বমহিমায় দলের প্রথম সারিতে থাকার লক্ষেই তিনি এগোচ্ছিলেন। কিন্তু আবারও ছন্দপতন। এ বার খোদ তাঁর বিধানসভা এলাকায় তাঁর বিরুদ্ধেই পোস্টার পড়ল। পাণ্ডবেশ্বরের নাগরিক মঞ্চের দেওয়া পোস্টারে জ্বলজ্বল করছে তাঁর নাম।

পোস্টারে লেখা রয়েছে, "কয়লা চোর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দূর হটো, বিধায়ককে মানছি না মানব না।" এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে। পাণ্ডবেশ্বর স্টেশন, বাজার থেকে শুরু করে সারা এলাকাজুড়ে দেওয়ালে সাঁটানো এই পোস্টার। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার দিল ? তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন:অ্যামেরিকান প্রবাদের পর শায়েরি, জল্পনা উসকে দিলেন জিতেন্দ্র

অন্যদিকে, রাজনৈতিক মহলের মতে, জিতেন্দ্র তিওয়ারি দলের বিরুদ্ধে বেসুরো গাওয়ার পরেই এলাকাজুড়ে শুরু হয়েছিল তাঁর বিরুদ্ধে প্রচার। পোস্টার, ব্যানার জ্বালানো থেকে শুরু করে তাঁর বিধায়ক কার্যালয় দখলও করা হয়েছিল। এ বার পাণ্ডবেশ্বর তাঁর বিরুদ্ধে পোস্টারও গোষ্ঠীদ্বন্দ্বেরই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও জিতেন্দ্রর বিরুদ্ধে এই পোস্টার নিয়ে ভিন্নমত পোষণ করেছেন টিএমসির পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি নরেন চক্রবর্তী।

Last Updated : Feb 3, 2021, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details