শ্রীরামপুর, 30 জুলাই: হুগলির শ্রীরামপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ। মৃতের নাম বিষ্ণু বিজয় ঘোষ (70)।
শ্রীরামপুরের বন্ধ ঘর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার - Police
শ্রীরামপুরে একটি বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ। জানা গিয়েছে, বাড়িতে তিনি একাই থাকতেন। বিগত দেড় দিন ধরে বাড়ি থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় আজ পুলিশে খবর দেওয়া হয়।
শ্রীরামপুর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের ব্রজ দত্ত লেনে জরাজীর্ণ একটি বাড়িতে একাই থাকতেন ওই প্রৌঢ়। প্রতিবেশীরা জানান, দু'দিন আগে তাঁকে শেষবার বাড়ির বাইরে দেখা গিয়েছিল। গতকাল থেকে ওই ব্যক্তির কোনও সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। আজ বিকেলে পুলিশ দরজা ভেঙে আর মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত ওই প্রৌঢ়ের প্রতিবেশী 26 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা রাজীব দত্ত বলেন, " গতকালই পানের দোকানে আমার সঙ্গে ওনার দেখা হয়েছিল। বাড়িতে একাই থাকতেন তিনি। দেড় দিন যাবৎ তিনি বাড়ি থেকে না বেরোনোয় আজ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভাঙলে দেখা যায় তিনি খাটের পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে কাল অবধি তিনি বাড়ির বাইরে ঘোরাফেরা করেছিলেন, দেখে কোরোনার উপসর্গ ছিল বলেও মনে হয়নি। বয়স জনিত কারণে কোনও অসুস্থতাও ছিল না। "