পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধরের অভিযোগ - চিকিৎসায় গাফিলতি

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার হুগলির পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসককে মারধর করল রোগীর পরিজনেরা ৷ ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে ৷

patient-died-in-pandua-rural-hospital-doctor-beaten-by-family in hooghly
পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধরের অভিযোগ

By

Published : Jun 7, 2021, 7:25 PM IST

হুগলি, 7 জুন : চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসককে মারধরের ঘটনা ঘটল হুগলির পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে । আহত চিকিৎসক শিবশঙ্কর রায় ভর্তি আছেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে । পরিবারের দাবি, চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে শেখ ইসলাম নামে ওই রোগীর । ঘটনায় দু’পক্ষেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন শেখ ইসলাম ৷ ইসিজি চলাকালীনই মারা যান তিনি ৷ এ নিয়ে চিকিৎসক শিবশঙ্কর রায় অভিযোগ করেছেন, হৃদরোগে আক্রান্ত রোগীর চিকিৎসার সঠিক পরিকাঠামো নেই পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে । আর সেই কারণেই তাঁর মতো চিকিৎসকদের বারবার মার খেতে হচ্ছে । পান্ডুয়া থানায় চিকিৎসকে মারধর করায় রোগীর আত্মীয়দের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে । তবে, রোগীর পরিবারের তরফেও চিকিৎসার গাফিলতির অভিযোগ করা হয় থানায় ।

আরও পড়ুন : ইছাপুরের পর দেগঙ্গা, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

রোগীর আত্মীয়দের দাবি, তাঁরা সঠিক তদন্ত চান । ময়নাতদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ৷ এই ঘটনায় পান্ডুয়া ব্লকের স্বাস্থ্য অধিকর্তা মেহেবুব হোসেন বলেন, ‘‘বুকে ব্যথা নিয়ে ওই রোগী ভর্তি হয়েছিলনে । হৃদরোগের ওষুধ দেওয়া হয়েছিল তাঁকে ।’’ তিনি জানিয়েছেন, মৃতের ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details