পান্ডুয়া, 8 অগস্ট : শ্রমিকদের ভ্যাকসিন না হওয়ায় আয়ুর্বেদিক ওষুধের কারখানা বন্ধ করে দিলেন মালিক । পান্ডুয়ার বৈঁচিগ্রামে তারা হার্বাল ফার্মাসিউটিক্যাল নামে আয়ুর্বেদিক ওষুধের কারখানা চলে । 35 জন অস্থায়ী শ্রমিক কাজ করেন ওই কারখানায় । মালিক সুভাষ মণ্ডল পাণ্ডুয়া বিডিও অফিসে 11 জুন শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন । কিন্তু তার পরেও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেনি প্রশাসন ।
স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লকে আবেদন পৌঁছেছে । তবুও ভ্যাকসিন মেলেনি । শ্রমিকদের স্বার্থে বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দেন । ফলে করোনার বাজারে কর্মহারা হয়ে গেলেন 35 জন্য শ্রমিক ।
সুভাষ মণ্ডল বলেন, "করোনা প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে কারখানা চালু রেখেছিলাম, যাতে শ্রমিকদের সমস্যা না হয় । কিছুদিন আগে আমার মেয়ে করোনা পজিটিভ হয়ে যায় । সেই কারণে শ্রমিকদের পরিবারের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে এই কারখানা বন্ধ করেছি । অন্তত তাঁরা প্রথম ডোজ় নিয়ে আসুন, তারপর কাজ চালু করব । বেসরকারিভাবে প্রথম ডোজ় নিলে যদি দ্বিতীয় সেক্ষেত্রে সমস্যা হয় সেই কারণেই সরকারিভাবেই নিক শ্রমিকরা । আমার মনে হয়েছে উৎপাদনটা বড় কথা নয়, মানুষের জীবনটাই আগে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত । এমনকি ওষুধ ডেলিভারি দিতে গিয়ে আমার গাড়ির চালক অসমে থাকার ঘর পাননি । শুধুমাত্র ভ্যাকসিন না নেওয়ার কারণে ।"