শ্রীরামপুর, 18 জুন: রাজ্যে প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ও নির্বাচন কমিশন । আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তৃণমূলও সরব হয়েছে ৷ যদিও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রীয় বাহিনী থাকুক বা না থাকুক, তাতে তাঁর দলের কিছু আসে যায় না ৷ কিন্তু কেন্দ্রীয় বাহিনী বিজেপির চাকরে পরিণত হলে তাতেই তাঁর আপত্তি ৷
রবিবার শ্রীরামপুরে তাঁর অফিসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় বাহিনী থাকল কি না থাকল, তাতে আমাদের কিছু যায় আসে না । রাজনৈতিক দল হিসাবে আমরা কোনও আপত্তি জানাচ্ছি না । এর আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, তখনও আমরা জিতেছি । কিন্তু আমার বক্তব্য হল, কেন্দ্রীয় বাহিনী তো পাবলিক সারভেন্ট ৷ তাহলে বিজেপি-কংগ্রেস কেন বারবার কেন্দ্রীয় বাহিনী চাইছে ? কারণ ওরা চাইছে, পাবলিক সারভেন্টকে বিজেপির সারভেন্ট তৈরি করতে । এটাতেই আমার আপত্তি । যাঁরাই কেন্দ্র থেকে আসছেন, তাঁরা কেউ পাবলিক সারভেন্ট থাকছেন না ৷ বিজেপির সারভেন্টে পরিণত হচ্ছেন ।"