পুরশুড়া, 1 জুন : জয়শ্রীরাম বলায় মাথায় টাঙ্গির কোপ BJP সমর্থককে । অভিযোগের তির তৃণমূলের দিকে । জখম BJP কর্মীর নাম রণজিৎ দেবনাথ । তিনি আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় পুরশুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে সুবোধ দেবনাথ ও তুলসী দেবনাথ নামে দু'জনকে ।
জয়শ্রীরাম বলায় BJP সমর্থককে টাঙ্গির কোপ ! - purshura
পুরশুড়ায় জয়শ্রীরাম বলায় মাথায় টাঙ্গির কোপ BJP সমর্থককে । আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।
30 মে বাড়ি ফেরার সময় পুরশুড়ার দেউল পাড়া গ্রামে রণজিতের উপর হামলা হয় । অভিযোগ, জয়শ্রীরাম বলার পরই তৃণমূলের বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয় । তাঁর মাথায় টাঙ্গি দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা । পরে স্থানীয়রা রণজিৎকে রক্তাক্ত অবস্থায় আরামবাগ হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি । গতকাল থানায় অভিযোগ দায়ের হয় । তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দু'জনকে । এবিষয়ে, স্থানীয় BJP নেতা অসিত কুণ্ডু বলেন, "মোদির শপথ গ্রহণের অনুষ্ঠান দেখার পর রাস্তা দিয়ে যাচ্ছিলেন রণজিৎ । তিনি জয়শ্রীরাম বলেন । তখনই তাঁর মাথায় কোপ মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি প্রশাসনকে ।"
তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।