পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদির মন আর মুখের মধ্যে অনেক তফাত রয়েছে : কল্যাণ - TMC

শ্রীরামপুরে আজ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি নির্বাচন প্রসঙ্গে বলেন,  "দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল অনেক বেশি জনপ্রিয় ৷ "

Kalyan Banerjee
কল্যাণ বন্দ্যোপাধ্যায়

By

Published : Feb 9, 2020, 10:29 PM IST

শ্রীরামপুর, 9 ফেব্রুয়ারি : "মানুষ BJP-কে প্রত্যাখান করতে শুরু করেছে ৷ দিল্লির নির্বাচনে সেটা প্রমাণিত হবে ৷" শ্রীরামপুরে আজ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি নির্বাচন প্রসঙ্গে একথা বলেন ৷ বলেন, "দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল অনেক বেশি জনপ্রিয় ৷ "

রাজ্যে BJP -র সন্ত্রাস প্রসঙ্গে কল্যাণবাবু বলেন, "সন্ত্রাস করাই BJP-র নীতি ৷ শান্তির পরিবেশ নষ্ট করা, ধর্মভিত্তি করে শান্তি নষ্ট করাই BJP-র একমাত্র নীতি ৷ BJP-র সরকার চালানোর জন্য কোনও ইশু নেই ৷ GDP 4.5 শতাংশে চলে গেছে ৷ কোনও কল কারখানার ব্যাপার নেই ৷ বেকারত্ব দাঁড়িয়েছে 44 শতাংশের মতো ৷ দেশজুড়ে আর্থিক মন্দা চলছে ৷ মানুষ অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে ৷ নরেন্দ্র মোদি, অমিত শাহের মাথায় একটাই নীতি কাজ করে, ধর্মকে ভিত্তি করে কী করে মানুষে মানুষে ঝগড়া, ঘৃণা ছড়িয়ে দেওয়া যায় ৷ সারা দেশে এই গুজরাত মডেলই চালাতে চাইছে ৷ এভাবে সারা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করছে ।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, "প্রধানমন্ত্রী একটি সম্মানজনক পদ ৷ কিন্তু সেই পদের মর্যাদ রাখতে যেভাবে কথা বলা উচিত প্রধানমন্ত্রী সেভাবে কখনও কথা বলেন না ৷ প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর নরেন্দ্র মোদিকে ভুলে যেতে হবে যে তিনি চা-ওয়ালার ছেলে ৷ "

BJP-র দু'মুখো চরিত্র মানুষের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তিনি আরও বলেন, "লোকসভা নির্বাচনের সময় এখানকার BJP প্রার্থীসহ অন্য নেতারা বলেছিলেন, ফুরফুরা শরিফ রেলপ্রকল্পের জন্য আমরা কোনও কাজ করিনি ৷ সে সময় আমি উত্তর করেছিলাম, 2014-2019 BJP-র রেলমন্ত্রী ছিল ৷ রেলমন্ত্রী তখন মাত্র 1000 টাকা বরাদ্দ করেছিলেন ৷ এবার এই রেলপ্রকল্পে কোনও টাকাই বরাদ্দ করা হয়নি ৷ ফলে BJP-র দু'মুখো চরিত্র মানুষের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে ৷ নির্বাচনের সময় এককথা বলে, কাজের সময় অন্য কথা ৷ নরেন্দ্র মোদির মন আর মুখের মধ্যে অনেক তফাত রয়েছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details