পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্বস্তি পাব না" - police

আক্রান্ত হওয়ার পর ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ দিয়েছিলেন আশ্বাস ৷ এরপরও স্বস্তিতে নেই কোন্নগরের হিরালাল কলেজের অধ্যাপক সুব্রত চ্যার্টাজি ৷ বলেন, অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত স্বস্তি ফিরবে না ৷

আক্রান্ত অধ্যাপক সুব্রত চ্যাটার্জি

By

Published : Jul 27, 2019, 11:37 AM IST

Updated : Jul 27, 2019, 2:17 PM IST

কোন্নগর, 27 জুলাই: আক্রান্ত হওয়ার পর ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ দিয়েছিলেন আশ্বাস ৷ কলেজে গিয়ে তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতিও ৷ এরপরও স্বস্তিতে নেই কোন্নগরের হিরালাল কলেজের অধ্যাপক সুব্রত চ্যার্টাজি৷ বলেন, অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত স্বস্তি ফিরবে না ৷ যদিও গতকাল সকাল থেকে কলেজে পঠনপাঠন শুরু হয়েছে ৷

অধ্যাপক সুব্রত চ্যাটার্জি বলেন, "মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত ৷ কিন্তু প্রশাসন যতক্ষণ না ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ আমি স্বস্তিতে নেই ৷ ওই কাউন্সিলরের ক্ষমতা আছে ৷ তিনি প্রতিহিংসাপরায়ণ ৷ আগামী দিনে প্রতিশোধ নিতেও পারেন ৷" তিনি আরও বলেন, "মারের ভয় পাই না ৷ যারা আমাকে মেরেছে, তারা আমার ছাত্র নয় ৷ সমাজবিরোধী কয়েকজন বিশেষ রাজনৈতিক দলের পোশাক পরে এই ধরনের কাজ করেছে ৷ " তবে সোমবার থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি ৷

শুনুন বক্তব্য

আরও পড়ুন : অধ্যাপককে ফোন মমতার, হাত ধরে ক্ষমাপ্রার্থনা তৃণমূল জেলা সভাপতির

যদিও অভিযুক্ত কাউন্সিলর তন্ময় দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কলেজ পরিচালন সমিতির সভাপতি অপূর্ব মজুমদার বলেন, কলেজের নিরাপত্তায় CCTV বসানো হয়েছে ৷ বেসরকারি নিরাপত্তারক্ষীও নিয়োগ করা হয়েছে ৷ পরিচালন সমিতির বৈঠক করে আরও কী কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখা হবে ৷

আরও পড়ুন : কোন্নগর কলেজে অধ্যাপককে মারধর, অভিযুক্ত TMCP

Last Updated : Jul 27, 2019, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details