পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেই অ্যাম্বুলেন্স, কোভিড রোগীকে গামছা দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হল হাসপাতালে - করোনা ভাইরাস

অ্যাম্বুলেন্স না পেয়ে কোভিড আক্রান্ত মাকে বাইকে করে গামছা দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে ৷

No ambulance, covid patient was taken to the hospital with a towel
No ambulance, covid patient was taken to the hospital with a towel

By

Published : May 22, 2021, 3:39 PM IST

পাণ্ডুয়া , 22 মে : নেই অ্যাম্বুলেন্স ৷ গামছা বেঁধেই মাকে হাতপাতালে নিয়ে গেলেন ছেলে ৷ পুরো ঘটনার জন্য পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য দায়ী করেন রোগীর পরিবারকেই ৷

পাণ্ডুয়া বিধানসভার বৈঁচি গ্রামের ঘটনা ৷ এই গ্রামে বেশ কিছু দিন ধরেই করোনা পজিটিভ একই পরিবারের চার জন । নেগেটিভ একমাত্র একজন ৷ পরিবারের সদস্য ধীরাজ পাল বলেন, "আমার বাড়িতে চার জন কোভিড রোগী ৷ মায়ের স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ৷ কিন্তু বহুবার ফোন করেও কোনও অ্যাম্বুলেন্স পাইনি ৷ বাধ্য হয়ে বাইকে করে মাকে হাসপাতালে আনি ৷ "

মাকে গামছা দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে গেল ছেলে

আরও পড়ুন :বিজেপিতে যোগ চরম ভুল, মমতার কাছে ক্ষমাপ্রার্থী সোনালি

এ প্রসঙ্গে পাণ্ডুয়ার বিধায়ক রত্না দে নাগকে প্রশ্ন করলে রেগে যান তিনি ৷ বলেন, "উনি কি বিডিও ম্যাডামকে ফোন করেছিলেন ? বিডিও ম্যাডাম অ্যাম্বুলেন্স রেখে দিয়েছেন ৷"

অন্যদিকে, পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত বন্দোপাধ্যায় বলেন, "পাণ্ডুয়া হাসপাতাল থেকে রোজ করোনা পজিটিভ রোগীদের খবর নেওয়া হচ্ছে ৷ কিন্তু তাঁরা না জানিয়ে চলে এসেছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details