পাণ্ডুয়া , 22 মে : নেই অ্যাম্বুলেন্স ৷ গামছা বেঁধেই মাকে হাতপাতালে নিয়ে গেলেন ছেলে ৷ পুরো ঘটনার জন্য পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য দায়ী করেন রোগীর পরিবারকেই ৷
পাণ্ডুয়া বিধানসভার বৈঁচি গ্রামের ঘটনা ৷ এই গ্রামে বেশ কিছু দিন ধরেই করোনা পজিটিভ একই পরিবারের চার জন । নেগেটিভ একমাত্র একজন ৷ পরিবারের সদস্য ধীরাজ পাল বলেন, "আমার বাড়িতে চার জন কোভিড রোগী ৷ মায়ের স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ৷ কিন্তু বহুবার ফোন করেও কোনও অ্যাম্বুলেন্স পাইনি ৷ বাধ্য হয়ে বাইকে করে মাকে হাসপাতালে আনি ৷ "