চন্ডীতলা (হুগলি), 26 নভেম্বর: সংবিধানের অধিকার মানুষের জানা দরকার। সংবিধানকে অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্তি করতে হবে । রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে রবিবার এই দাবি জানালেন ভাঙরের আইএসএস বিধায়ক নওশাদ সিদ্দিকী । রবিবার, 26 নভেম্বর সংবিধান দিবস । সেই উপলক্ষ্যে এদিন চন্ডীতলার নবাবপুরে সংবিধান দিবস উদযাপন করা হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে ৷
এই অনুষ্ঠানে এসে নওশাদ বলেন,"রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দাবি রেখেছি । সাধারণ মানুষকেও বলেছি সংবিধান সবার জানার দরকার । আমরা যদি তা জানি সেই অধিকার এমনিই পেয়ে যাব । আমাদের না জানার ফলে 500, 1000 টাকা দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে । আর আমরা স্বাস্থ্যের অধিকার পাচ্ছি না । অন্ন,বস্ত্র, কর্মসংস্থানের অধিকার পাচ্ছি না। শিক্ষার অধিকার পাচ্ছি না । সেই জন্য মানুষের কাছে অনুরোধ করেছি, বাড়িতে সংবিধান রাখুন ৷ কোনওকিছু হলে আগে সংবিধান পড়ে সবটা জানুন । তারপর পদক্ষেপ নিন । পাশাপাশি এখান থেকে কেন্দ্র ও রাজ্যকে অনুরোধ করেছি সংবিধানকে পাঠ্যপুস্তক এর অন্তর্ভুক্তি করা হোক । শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা যারা করতে আসে তাদের জন্য নয়, অষ্টম থেকেই সংবিধানকে সিলেবাসে আনা হোক । স্বল্প স্বল্প করেই সংবিধান সম্পর্কে শিক্ষা দেওয়া যাবে ।"