চন্দননগর, ২৬ জানুয়ারি : এক কিশোরকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের দিনেমার ডাঙায়। বাড়ির মালিকের তৎপরতায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিশোরের নাম ওমপ্রকাশ সাউ। তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। সে এখনও ট্রমায়। চন্দননগর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে।
মুখে কাপড় গুঁজে, ইনজেকশন দিয়ে কিশোরকে অপহরণের চেষ্টা - ছেলেধরা
কিশোরকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগরের দিনেমার ডাঙায়। বাড়ির মালিকের তৎপরতায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিশোরের নাম ওমপ্রকাশ সাউ।
অভিযোগ, গতকাল রাতে দুই দুষ্কৃতী বোরখা পরে ঢুকেছিল দিনেমার ডাঙায় ওমপ্রকাশদের বাড়িতে। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। অন্ধকারে তারা ওমপ্রকাশের গলায় ধারালো অস্ত্র ধরে। তারপর মুখে কাপড় গুঁজে ওমপ্রকাশকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে।
বাড়ির মালিক রতন সাউ বলেন, "ওমপ্রকাশ আমার বাড়িতে থাকে। রাত ৮টা নাগাদ বিদ্যুৎ চলে গেছিল। সে সময় ও ওষুধ কিনতে বেরিয়েছিল। অন্ধকারে আমার বাড়িতে উঠানে লুকিয়ে ছিল দুই দুষ্কৃতী। ওমপ্রকাশ ওষুধ কিনে ফিরে আসতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ইনজেকশন দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কাপড় দিয়ে মুখ চেপে ধরে। কিন্তু ওর চেঁচামেচিতে আমাদের বাড়ির লোকজন বেরিয়ে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। আমাদের ধারণা ছেলেধরা হতে পারে। কিংবা ওদের মতো ছেলেদের নিয়ে যেমন কিডনি তুলে নেয় সেই ধরনের ঘটনাও ঘটতে পারে। আমরা আতঙ্কে আছি। পুলিশ-প্রশাসন এব্যাপারে ব্যবস্থা নিক।"