হুগলি, 23 এপ্রিল : আজ আরামবাগে তৃণমূলের লোকসভা প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে হুগলিতে দুটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আরামবাগের পারুল মাঠে জনসভা করার পরই তিনি হুগলির খানাকুলের লাইব্রেরি মাঠে জনসভা করেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, "৩৪ বছর অনেক লড়াই করেছি ভাই, CPI(M) কম মারেনি । অনেক কিছু করেছে । পরিবর্তন করে দেখিয়ে দিয়েছি । দিল্লিও তোমায় বিদায় দেব, পরিবর্তন দিল্লিতেও হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে ।"
"মমতাকে চমকালে মমতা গর্জাবে"
আজ আরামবাগে তৃণমূলের লোকসভা প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে হুগলিতে দুটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আরামবাগের পারুল মাঠে জনসভা করার পরই তিনি হুগলির খানাকুলের লাইব্রেরি মাঠে জনসভা করেন।
পাশাপাশি BJP-কে কটাক্ষ করে বলেন, "অত সস্তা নয় । মৃত্যু ঘণ্টা বেজে গেছে । দুশোর উপর আসনে ইলেকশন হয়ে গেছে । আর আজকে তৃতীয় দফায় মৃত্যু ঘণ্টা বেজে যাবে । বাংলায় তুমি উঁকি ঝুঁকি অনেক মারো । আমার কিছু এসে যাবে না । অন্য জায়গায় যেতে পারছ না তাই বাংলায় ভয়ে ভয়ে আসছ । ভাবছ বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু চমকাই ।" BJP-কে সতর্ক করে তিনি বলেন, "তুমি যত আসবে আমি তত গর্জাব । তুমি যত আসবে আমি তত এগোব । তোমরা যত বেশি দফায় ভোট করবে আমরা তত বেশি জিতব ।"
তিনি আরও বলেন, "BJP কোনও রাজ্যে জিতবে না । কুড়িটা আসনে ভোট হয়েছে । জ়িরো পাবে । কেরলে পাবে না, ওড়িশায় পাবে না, বাংলায় পাবে না ।" মোদিকে কটাক্ষ করে বলেন, "বাংলা আপনার জন্য বড় মাটির রসগোল্লা বানিয়ে রেখেছে । খাবেন আর দাঁত ভাঙবে । আর মাটির রসগোল্লার সাথে একটু কাঁকর মিশিয়ে দেব । ওটা কাজু বাদামের কাজ করবে । সুতরাং বাঘের দাঁত ভেঙে গেছিল আপনাদের ও দাঁত ভাঙবে ।"