পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"মমতাকে চমকালে মমতা গর্জাবে"

আজ আরামবাগে তৃণমূলের লোকসভা প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে হুগলিতে দুটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আরামবাগের পারুল মাঠে জনসভা করার পরই তিনি হুগলির খানাকুলের লাইব্রেরি মাঠে জনসভা করেন।

মমতা

By

Published : Apr 23, 2019, 5:03 PM IST

হুগলি, 23 এপ্রিল : আজ আরামবাগে তৃণমূলের লোকসভা প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে হুগলিতে দুটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আরামবাগের পারুল মাঠে জনসভা করার পরই তিনি হুগলির খানাকুলের লাইব্রেরি মাঠে জনসভা করেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, "৩৪ বছর অনেক লড়াই করেছি ভাই, CPI(M) কম মারেনি । অনেক কিছু করেছে । পরিবর্তন করে দেখিয়ে দিয়েছি । দিল্লিও তোমায় বিদায় দেব, পরিবর্তন দিল্লিতেও হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে ।"

পাশাপাশি BJP-কে কটাক্ষ করে বলেন, "অত সস্তা নয় । মৃত্যু ঘণ্টা বেজে গেছে । দুশোর উপর আসনে ইলেকশন হয়ে গেছে । আর আজকে তৃতীয় দফায় মৃত্যু ঘণ্টা বেজে যাবে । বাংলায় তুমি উঁকি ঝুঁকি অনেক মারো । আমার কিছু এসে যাবে না । অন্য জায়গায় যেতে পারছ না তাই বাংলায় ভয়ে ভয়ে আসছ । ভাবছ বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু চমকাই ।" BJP-কে সতর্ক করে তিনি বলেন, "তুমি যত আসবে আমি তত গর্জাব । তুমি যত আসবে আমি তত এগোব । তোমরা যত বেশি দফায় ভোট করবে আমরা তত বেশি জিতব ।"

তিনি আরও বলেন, "BJP কোনও রাজ্যে জিতবে না । কুড়িটা আসনে ভোট হয়েছে । জ়িরো পাবে । কেরলে পাবে না, ওড়িশায় পাবে না, বাংলায় পাবে না ।" মোদিকে কটাক্ষ করে বলেন, "বাংলা আপনার জন্য বড় মাটির রসগোল্লা বানিয়ে রেখেছে । খাবেন আর দাঁত ভাঙবে । আর মাটির রসগোল্লার সাথে একটু কাঁকর মিশিয়ে দেব । ওটা কাজু বাদামের কাজ করবে । সুতরাং বাঘের দাঁত ভেঙে গেছিল আপনাদের ও দাঁত ভাঙবে ।"

ABOUT THE AUTHOR

...view details