হুগলি, 18 ফেব্রুয়ারি: বসিরহাটে বাবু মাস্টারের উপর আক্রমণ, মুর্শিদাবাদে রাজ্য়ের মন্ত্রীর উপর আক্রমণ এবং ডায়মন্ড হারবার যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয়ে হামলা ৷ একের পর এক এমন ঘটনা থেকেই স্পষ্ট, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে। এখানে মুখ্যমন্ত্রীর কোনও নিয়ন্ত্রণ নেই ৷ যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন না, তাঁকেই আক্রমণ করা হচ্ছে ৷ সাম্প্রতিক এই ঘটনাগুলির এনআইএ তদন্ত হওয়া উচিত ৷ দাবি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ের ৷ বৃহস্পতিবার হুগলির দৌলতপুর কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার সম্মেলনে যোগ দেন তিনি ৷
সাংসদের অভিযোগ, একের পর এক এমন হামলা আদতে পরিকল্পিত ৷ এর পিছনে গভীর ষড়যন্ত্র এবং বড় কোনও মাথা রয়েছে ৷ তাই জাতীয়স্তরের কোনও তদন্তকারী সংস্থা দিয়েই এর তদন্ত হোক, চান লকেট ৷