পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একের পর হামলায় এনআইএ তদন্ত দাবি লকেটের - জেপি নাড্ডা

রাজ্য়ে একের পর এক হামলার ঘটনা ঘটছে ৷ জেপি নাড্ডা, বাবু মাস্টার থেকে জাকির হোসেন, আক্রান্ত হচ্ছেন অনেকেই ৷ মুখ্যমন্ত্রীর কোনও নিয়ন্ত্রণই নেই ৷ অভিযোগ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ের ৷ সাম্প্রতিক হামলার ঘটনাগুলির এআইএ তদন্ত দাবি করলেন তিনি ৷ বৃহস্পতিবার হুগলির দৌলতপুর কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার সম্মেলনে যোগ দেন লকেট ৷

wb_hgl_Locket demanded an NIA investigation into the attack on Babu Master, Zakir Hossain and JP Naddar_7203418
একের পর হামলায় এনআইএ তদন্ত দাবি লকেটের

By

Published : Feb 18, 2021, 2:28 PM IST

হুগলি, 18 ফেব্রুয়ারি: বসিরহাটে বাবু মাস্টারের উপর আক্রমণ, মুর্শিদাবাদে রাজ্য়ের মন্ত্রীর উপর আক্রমণ এবং ডায়মন্ড হারবার যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয়ে হামলা ৷ একের পর এক এমন ঘটনা থেকেই স্পষ্ট, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে। এখানে মুখ্যমন্ত্রীর কোনও নিয়ন্ত্রণ নেই ৷ যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন না, তাঁকেই আক্রমণ করা হচ্ছে ৷ সাম্প্রতিক এই ঘটনাগুলির এনআইএ তদন্ত হওয়া উচিত ৷ দাবি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ের ৷ বৃহস্পতিবার হুগলির দৌলতপুর কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার সম্মেলনে যোগ দেন তিনি ৷

সাংসদের অভিযোগ, একের পর এক এমন হামলা আদতে পরিকল্পিত ৷ এর পিছনে গভীর ষড়যন্ত্র এবং বড় কোনও মাথা রয়েছে ৷ তাই জাতীয়স্তরের কোনও তদন্তকারী সংস্থা দিয়েই এর তদন্ত হোক, চান লকেট ৷

আরও পড়ুন:ফের প্রকাশ্যে আদি-নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিক্ষোভের মুখে লকেট

অন্যদিকে, বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির জোটের প্রসঙ্গে লকেট বলেন, ‘‘সবাই চাইছেন, 30 শতাংশ ভোট তাঁদের দিকেই যাক। তাই কখনও তৃণমূল, কখনও বাম কংগ্রেসের হাত ধরতে হচ্ছে ৷ তবে আগামী দিনে বিজেপি একা লড়েই জিতবে । যাঁদের সঙ্গে তুষ্টিকরণের রাজনীতি করা হয়নি, তাঁরাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন।’’

এর পাশাপাশি পেট্রোপণ্য়ের দামবৃদ্ধি নিয়েও মুখ খোলেন লকেট ৷ তবে এরজন্য় কেন্দ্রর ঘাড়ে কোনও দোষ চাপাননি বিজেপির সাংসদ ৷ তাঁর সাফ কথা বিশ্ববাজারে দাম চড়াতেই ভারতেও পেট্রোপণ্য়ের দাম বাড়ছে ৷ পাশাপাশি, রাজ্য়ের আরোপিত করকাঠামোকেও দায়ী করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details