পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Locket slams TMC: মাকড়শার জাল বুনেছে তৃণমূল, মহারথীরাও জেলে যাবে: লকেট - হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়

শুক্রবার প্রায় সাত ঘণ্টা জেরার পর কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি । এই শান্তনুর পথেই পুরো তৃণমূল জেলে ঢুকবে, কটাক্ষ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee slams TMC) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 11, 2023, 7:42 PM IST

মহারথীরাও জেলে যাবে

হুগলি, 11 মার্চ: নামে-বেনামে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে । জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরই সাধারণ মানুষের মুখে তাঁর জমি-বাড়ি ও রেস্টুরেন্টের কথা ঘুরছে । এই বিপুল টাকার হদিশ পেতে তদন্ত শুরু করেছে ইডি (Locket Chatterjee slams TMC over Recruitment Scam)।

শান্তনুকে নিয়ে এবার তৃণমূলকে কটাক্ষ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের । তাঁর দাবি, শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে প্রত্যেকেই জানতেন ।কুন্তল-তাপস-শান্তনুরাও ভাবছিল কখন গ্রেফতার হবে । এটা একটা বড় চক্র । একটা মাকড়শার জালের মত বিস্তৃত । সিবিআই-ইডি এই জালগুলো গোটাচ্ছে । রথী-মহারথীরা জেলে যাবে । লকেট বলেন, "আমরা চাই জনতার টাকা যারা লুট করেছে তাদের যেন তাড়াতাড়ি শাস্তি হয় । বাংলার মানুষ যেন সেই শাস্তি দেখে যেতে পারে । তৃনমূলটা দূর্নীতিতে ভরা । চোর-ডাকাতে ভরে গিয়েছে । তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে এরা সব কিছু ভুলে গিয়েছে । এর পিছনে বড় বড় প্রভাবশালীরা রয়েছে । তাদের নামগুলো শান্তনু-কুন্তল যেন বলে । হুগলি জেলার মন্ত্রী-বিধায়ক যুক্ত রয়েছে ।"

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জিরাটে শান্তনুর বাড়ির কাছে বারুইপাড়ায় রয়েছে 'দ্য স্পুন' নামে আধুনিক রেস্টুরেন্ট ও ধাবা । 2021 সালে এই ধাবা তৈরি করা হয় । অসম লিঙ্ক রোডের গায়েই যে জমিতে ধাবা রয়েছে, সেখানে চারটি পরিবারের বসবাস ছিল । সেই পরিবারগুলিকে ধাবার পিছনে জমি কিনে পুনর্বাসন দেওয়া হয় । তবে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা মানা হয়নি বলে অভিযোগ পরিবারগুলির ।

এছাড়াও বলাগড়ের চাদরা বটতলা অঞ্চলে গঙ্গার পাড়ে বিশাল একটি রিসোর্ট আছে শান্তনুর । সেখানেও কয়েক বিঘা জমি নামে-বেনামে কেনা হয়েছে বলে দাবি এলাকাবাসীর । এমনকি স্থানীয়দের কাছে জমি বিক্রির জন্য চাপও দেওয়া হয়েছিল । তাঁদের অভিযোগ, শান্তুনুর লোকজনই প্রত্যেককে ভয় দেখাত । স্থানীয় বাসিন্দা সুকুমার নন্দী বলেন, "শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামে এই রিসোর্ট । বিভিন্ন সময়ে মানুষজন এখানে আসতেন । দীর্ঘক্ষণ ধরে চলত মিটিং । রিসোর্ট ছাড়াও আরও বেশ কিছু জায়গা রয়েছে শান্তনু নামে ।"

আরও পড়ুন: দুর্নীতি মামলায় গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়, জেনে নিন কে এই শান্তনু

ABOUT THE AUTHOR

...view details