হুগলি, 11 মার্চ: নামে-বেনামে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে । জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরই সাধারণ মানুষের মুখে তাঁর জমি-বাড়ি ও রেস্টুরেন্টের কথা ঘুরছে । এই বিপুল টাকার হদিশ পেতে তদন্ত শুরু করেছে ইডি (Locket Chatterjee slams TMC over Recruitment Scam)।
শান্তনুকে নিয়ে এবার তৃণমূলকে কটাক্ষ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের । তাঁর দাবি, শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে প্রত্যেকেই জানতেন ।কুন্তল-তাপস-শান্তনুরাও ভাবছিল কখন গ্রেফতার হবে । এটা একটা বড় চক্র । একটা মাকড়শার জালের মত বিস্তৃত । সিবিআই-ইডি এই জালগুলো গোটাচ্ছে । রথী-মহারথীরা জেলে যাবে । লকেট বলেন, "আমরা চাই জনতার টাকা যারা লুট করেছে তাদের যেন তাড়াতাড়ি শাস্তি হয় । বাংলার মানুষ যেন সেই শাস্তি দেখে যেতে পারে । তৃনমূলটা দূর্নীতিতে ভরা । চোর-ডাকাতে ভরে গিয়েছে । তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে এরা সব কিছু ভুলে গিয়েছে । এর পিছনে বড় বড় প্রভাবশালীরা রয়েছে । তাদের নামগুলো শান্তনু-কুন্তল যেন বলে । হুগলি জেলার মন্ত্রী-বিধায়ক যুক্ত রয়েছে ।"